ম্যারাডোনার ছেলেরও বিশ্বাস, বার্সেলোনায় ফিরবেন মেসি

চলতি মৌসুম শুরুর আগে বার্সেলোনা ছেড়ে চলে গেছেন লিওনেল মেসি। এরপর থেকেই প্রশ্ন, আবার কবে ফিরবেন তিনি। বার্সেলোনা যে তার এতটাই আপন! কম তো আর না, ২১ বছরের সম্পর্ক। মেসি এখন যা কিছু, তার প্রায় সবটাই তো কাতালান ক্লাবটিতে থেকে হয়েছেন।
২০০৪ সালে অভিষেক হওয়ার পর ৩৪টি শিরোপা জিতেছেন, ১০বার জিতেছেন লা লিগা। স্বাভাবিকভাবেই মেসি আর বার্সেলোনার মধ্যে কেবল ফুটবলার ও ক্লাবের সম্পর্ক না। সবাই তাই মনে করেন, একদিন বার্সেলোনায় ফিরবেন ঘরের ছেলে মেসি। এমন চাওয়া আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ছেলে ডিয়েগো সিনাগরারও।
বর্তমানে ইতালির নিচের দিকের লিগের দল নাপোলি ইউনাইটেডের কোচ ডিয়েরো স্পোর্টকে বলেছেন, ‘আমি নিশ্চিত মেসি একদিন বার্সেলোনায় ফিরে আসবে। হয়তো আগামী গ্রীষ্মেই। তাকে প্যারিসে খুশিতে আছে বলে মনে হচ্ছে না। অবশ্যই সে একজন দারুণ ফুটবলার এবং যখন এভাবে খেলবেন তখন দেখাবেন আপনি কী। কিন্তু তার জায়গাটা বার্সেলোনা, কোনো রকম দ্বিধা ছাড়াই।’
তবে বার্সেলোনা খুব বেশি ভুগছে না বলেও বিশ্বাস তার, ‘কোন ক্লাব তাকে হারালে ভুগবে না? আমার কাছে মনে হচ্ছে তারা ভালোভাবেই মানিয়ে নিচ্ছে। আমি বলব বার্সেলোনা দেম্বেলে, ফেরান, অবমেয়াং, আদামাদের নিয়ে একটা দল হয়ে উঠেছে।’
ফুটবল বিশ্বের অন্যতম বড় বিতর্ক কে সেরা-লিওনেল মেসি নাকি ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনায় কিংবা পুরো ফুটবল বিশ্বেই চর্চা হয় এটির। তবে নাপোলি ইউনাইটেডের কোচ বলছেন, এটার আসলে কোনো মানে নেই। তার কাছে যে বাবাই সেরা, সেটাও স্পষ্ট করে জানিয়েছেন সিনগারা।
তিনি বলেছেন, ‘আমার বাবার কোনো তুলনা হয় না। শুধু আর্জেন্টিনা না, তারা পুরো বিশ্বেই এটা নিয়ে কথা বলে, কিন্তু এটার আসলে কোনো মানে নেই। আমার কাছে, আমার বাবার পর মেসি ইতিহাসের সেরা ফুটবলার।’
এমএইচ