৩২০০ কোটি টাকায় টিভি স্বত্বের আরও ১৫ শতাংশ বিক্রি করল বার্সা

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

২২ জুলাই ২০২২, ০৪:০০ পিএম


৩২০০ কোটি টাকায় টিভি স্বত্বের আরও ১৫ শতাংশ বিক্রি করল বার্সা

কয়েক বছর ধরে অর্থনৈতিক সংকট বেশ ভোগাচ্ছে বার্সেলোনাকে। যার প্রভাব পড়ছিল ক্লাবের দৈনন্দিন কার্যক্রম থেকে দলবদলের বাজার পর্যন্ত। সেই দুরবস্থা থেকে নিস্তার পেতে কাতালান ক্লাবটি নিজেদের টিভি স্বত্বের নির্দিষ্ট অংশ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল। যার অংশ হিসেবে জুনে প্রথম টিভি শতাংশের ১০ ভাগ বেচে দিয়েছিল বার্সেলোনা। শুক্রবার (২২ জুলাই) টিভি স্বত্বের আরও ১৫ শতাংশ বিক্রির ঘোষণা দিয়েছে ক্লাবটি।

যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী সংস্থা সিক্সথ স্ট্রিটের কাছে গত মাসে ২০৭ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ১৯৮২ কোটি টাকায় ১০ শতাংশ টিভি স্বত্ব বিক্রি করেছিল বার্সেলোনা। এবার তাদের কাছেই প্রায় ৩৩০ মিলিয়ন ইউরোর (৩১৬০ কোটি টাকা) বিনিময়ে টিভি স্বত্বের আরও ১৫ শতাংশ ছেড়ে দিল ক্লাবটি। বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ২৫ বছরের জন্য ক্লাবের টিভি স্বত্বের মোট ২৫ ভাগ সিক্সথ স্ট্রিট কিনে নিয়েছে।

আরও পড়ুন >> লেভান্ডভস্কিকে বেঞ্চে রেখেই ৬ গোলে জিতল বার্সা

গত ১৬ জুন বার্সেলোনার ইজিএম সভায় ক্লাবের টিভি স্বত্বের ২৫ ভাগ এক বা একাধিক বিনিয়োগকারীর কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল বার্সেলোনা। ইজিএম সভায় বার্সা লাইসেন্সিং এবং মার্চেন্ডাইজিংয়েরও (বিএলএম) ৪৯.৯৯ শতাংশ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। টিভি স্বত্ব এবং বিএলএমের অংশবিশেষ বিক্রি করে প্রায় ৬০০ মিলিয়ন ইউরোর তহবিল জোগাড় করতে চায় কাতালান ক্লাবটি।

গত ৯ জুন, বার্সেলোনার সহ-সভাপতি এদুয়ার্দ রোমেউ বলেছিলেন, ২০২২-২৩ মৌসুমে ক্লাব ‘বাঁচাতে’ ৫০০ মিলিয়ন ইউরো প্রয়োজন। সেই প্রয়োজন মেটাতেই স্বত্ব বিক্রির এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন >> ৭১ মিনিট খেলেই গার্দিওলাকে খুশি করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার

বার্সেলোনা এখন প্রাক-মৌসুম সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। সেখানে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। এরই মধ্যে ২০ জুলাই প্রথম প্রীতি ম্যাচে মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিকে ৬-০ গোলে পরাজিত করেছে কাতালান ক্লাবটি। পরবর্তী ম্যাচে ২৪ জুলাই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা। ম্যাচটি অনুষ্ঠিত হবে লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

এইচএমএ

Link copied