ডেভিসের ৯০০ দিনের আক্ষেপ ঘোচালেন মেসি

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৫ পিএম


ডেভিসের ৯০০ দিনের আক্ষেপ ঘোচালেন মেসি

২০২০ সালে বার্সেলোনাকে ৮-২ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করেছিল বায়ার্ন মিউনিখ। নিজের জীবদ্দশায়ও এতো বড় হারের মুখ না দেখা মেসি স্বাভাবিকভাবেই বেশ ভেঙে পড়েছিলেন। তাই তো ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড় আলফানসো ডেভিস জার্সি বদল করতে এলে তাকে ফিরিয়ে দেন মেসি। 

আর্জেন্টাইন মহাতারকার জার্সি পেতে অন্যরকম উন্মাদনা থাকে খেলোয়াড়দের মধ্যে। ডেভিসের ক্ষেত্রেও ছিল সেরকম কিছুই। তবে সেটা না পেয়ে সেসময় ডেভিস বলেছিলেন, ‘মেসির জার্সিটা আমি চেয়েছিলাম। কিন্তু আমার মনে হলো সে মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত ছিল। না ঠিক আছে, পরেরবার আশা করি।’

৩ বছর পর ডেভিসের সেই আক্ষেপ ঘুচলো কাল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ম্যাচে গতকাল রাতে মেসির পিএসজির মুখোমুখি হয়েছিল আলফানসো ডেভিসের বায়ার্ন মিউনিখ। এ ম্যাচেও হারের মুখ দেখেছে মেসির দলই। তবে ম্যাচশেষে আর্জেন্টাইন তারকার সঙ্গে জার্সি অদলবদলের সুযোগটা পেয়েছেন ডেভিস। তাতে অবসান হলো তার ৯০০ দিনের অপেক্ষার। 

এনইআর

Link copied