একাদশে নেই এলিটা

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ মার্চ ২০২৩, ০৩:৪৭ পিএম


একাদশে নেই এলিটা

ছবি: সংগৃহীত

সিলেটে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিলেশসের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই ম্যাচে বাড়তি আকর্ষণ এলিটা কিংসলেকে নিয়ে। নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এই ফরোয়ার্ড এবারই প্রথম জাতীয় দলে চূড়ান্ত স্কোয়াডে আছেন। তবে প্রিমিয়ার লিগের প্রথম পর্বে দেশি ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতাকে আজ একাদশে রাখেননি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

বাংলাদেশ দলের আর্মব্যান্ড থাকবে ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল ভূইয়ার হাতেই। গোলপোস্টের নিচে থাকছেন আনিসুর রহমান। জাতীয় দলে অনেক দিন পর ম্যাচ খেলবেন ফরোয়ার্ড আমিনুর রহমান সজীব।

বাংলাদেশ দল: আনিসুর রহমান ( গোলরক্ষক ), তপু বর্মণ, জামাল ভূইয়া, রাকিব হোসেন, তারিক কাজী, আমিনুর রহমান সজীব, সোহেল রানা,রিমন হোসেন,সাদ উদ্দিন ও মজিবুর রহমান জনি।

এজেড/এইচজেএস 

Link copied