‘ফাইনালে ইন্টারের কঠিন পরীক্ষা নেবে হলান্ড’

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

১৯ মে ২০২৩, ১০:৪৩ এএম


‘ফাইনালে ইন্টারের কঠিন পরীক্ষা নেবে হলান্ড’

ফাইল ছবি

দল গোল দিল ৪টি। সেখানে একটি গোলও পেলেন না আর্লিং হলান্ড। রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারদের ভুগিয়েছেন ঠিকই, কিন্তু পারেননি থিবো কোর্তুয়া নামক দেয়াল ভাঙতে। কিন্তু ফাইনালে তো আর এই গোলরক্ষক নেই, তখন এই নরওয়েজিয়ানকে আটকাবে কে? ১৩ বছর পর আরও একটি শিরোপা জয়ের পথে ইন্টার মিলানের জন্য বড় দুশ্চিন্তার কারণ তো এই হলান্ডই।

প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটিকে পাওয়ার পর থেকেই হলান্ড নিয়ে ভাবনা শুরু হয়ে গেছে ইন্টার শিবিরে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। একাই সিটির বহু ম্যাচ জয়ের নায়ক তিনি। যে কোনো প্রতিপক্ষ যখন তখন পারেন গুঁড়িয়ে দিতে। এখন তাকে আটকানোর পথ খুঁজছে তারা।

কিন্তু ফাইনালে তাদেরই তো চেয়েছিল ইন্টার। ক্লাবটির সহ সভাপতি তো আগের দিন সরাসরিই বলেছেন, ফাইনালে রিয়াল মাদ্রিদকে এড়াতে চান তারা। লস ব্লাঙ্কোসদের সাফল্য গাঁথাকেই ভয় পেয়েছিলেন। তবে রিয়ালের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে যে পরিমাণ ভয়ানক হয়ে উঠেছিল সিটিজেনরা, তাতে দুশ্চিন্তা আরও বেড়েছে।

এমন অবস্থায় হলান্ডকে আটকানোর একটি উপায় বাতলে দিয়েছে ইন্টারের সাবেক ডিফেন্ডার দানিয়েল আদানি। কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে এককভাবে দায়িত্ব না দিয়ে দলীয় প্রচেষ্টায় আটকানোর কথা বললেন তিনি, '(হলান্ডকে মোকাবেলা) একা একজন মানুষ দিয়ে নয়। আকের্বি রক্ষণাত্মক রিডিংয়ে খুব ভালো এবং ইনজাঘিরও তার উপর সম্পূর্ণ আস্থা রয়েছে, সেট আপে তার কাছ থেকে যা চান তা করতে দেন। (কিন্তু) একজন দিয়ে হলান্ডের মুখোমুখি হতে হলে খুব ভালো হতে হবে। কারণ এই নরওয়েজিয়ান যদি আপনাকে বুঝতে পারে তাহলে সে জানে কিভাবে পাল্টা পদক্ষেপে আপনাকে বোকা বানাতে হবে।'

এইচজেএস    

Link copied