আফগানদের সঙ্গে আরেকটি ফিফটি-ফিফটি ম্যাচ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৪ পিএম


আফগানদের সঙ্গে আরেকটি ফিফটি-ফিফটি ম্যাচ

বাংলাদেশের সঙ্গে দুই ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে আফগানিস্তান। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা সফরকারীদের সঙ্গে প্রথম ম্যাচে ড্র করেছে জামাল ভূঁইয়ার দল। আগামীকাল (বৃহস্পতিবার) সিরিজের শেষ ম্যাচে তারা আফগানিস্তানের মুখোমুখি হবে। কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বিকাল পাঁচটায়।

এর আগের ম্যাচে অনেক সুযোগ নষ্ট হলেও শেষ পর্যন্ত আফগানিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করে স্বাগতিকরা। শেষ ম্যাচের আগেও সেই আফসোসে পুড়লেন অধিনায়ক জামাল। বুধবার অনুশীলন শেষে তিনি বলেন, ‘প্রথম ম্যাচটি আমাদের জন্য দুর্ভাগ্যের ছিল। কারণ অনেক সুযোগ পেয়েও আমরা গোল করতে পারিনি। এজন্য আমরা হতাশ।’ 

আগামীকালের ম্যাচ নিয়ে তার ভাষ্য, ‘আরও একটি সুযোগ পেয়েছি। আশা করি এই ম্যাচটিও ফিফটি-ফিফটি হবে। তবে সুযোগ পেলে কাজে লাগাতে চেষ্টা করব।’

যুদ্ধ বিধ্বস্ত দেশ হলেও ফুটবলে বাংলাদেশের (১৮৯) চেয়ে অনেক এগিয়ে আফগানিস্তান (১৫৭)। দুই দেশের র‌্যাংকিংয়ের পার্থক্য ৩২। মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের আগে এই দেশটির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন জামালরা। অন্যদিকে, আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে খেলে ফিলিপাইনে আরেকটি ম্যাচ খেলবে। 

এজেড/এএইচএস

Link copied