ম্যানসিটিকে ‘ভিন্ন রূপ’ দেখাবে ‘ক্ষুব্ধ’ রিয়াল

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বাজে এক রাত কাটল। চোট, জোড়া লাল কার্ডের পর সেল্টা ভিগোর কাছে ২-০ তে ঘরের মাঠে হারল তারা। আগামী বুধবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ খেলতে নামার আগে এই হার তাদের মনোবলে বিরাট ধাক্কা দিলো। তবে তারা আরও শক্তিশালী হয়ে সেই ম্যাচ খেলতে নামবে।
লা লিগার চলতি মৌসুমে দ্বিতীয় হারের পর রেফারির পারফরম্যান্সের সমালোচনা করেছেন রিয়াল কোচ জাবি আলোনসো। ম্যানসিটির বিপক্ষে দল এই হতাশার প্রতিক্রিয়া দেখাবে বললেন তিনি।
বার্নাব্যুতে উইলিয়ট সুডেবার্গ জোড়া গোল করেন। তার আগে প্রথমার্ধে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন মাদ্রিদ ক্লাবে সেন্টার ব্যাক এডার মিলিতাও। দুই ডিফেন্ডার ফ্রান গার্সিয়া ও আলভারো কারেরাস দেখেন লাল কার্ড। এই পরাজয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে চারে।
শেষ পাঁচ লিগ ম্যাচে মাত্র একটি জেতা রিয়ালের কোচ বললেন, ‘আমরা ক্ষুব্ধ। এমন ম্যাচ কিংবা ফল আমরা চাইনি। মিলিতাওয়ের ইনজুরি আমাদের কষ্ট দিয়েছে, এটা হজম করা কঠিন ছিল।’
এই ম্যাচের দুঃসহ অভিজ্ঞতা ভুলে সামনে তাকাতে চান আলোনসো, ‘আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এই খেলা আমরা চাইনি। আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে আসতে হবে, লিগে অনেক ম্যাচ বাকি। বুধবার চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটি ম্যাচে আমাদের প্রতিক্রিয়া দেখাতে হবে। আমাদের বাজে অভিজ্ঞতা ঝেড়ে ফেলতে হবে।’
রেফারির পারফরম্যান্সে খুশি নন আলোনসো। দ্বিতীয়ার্ধে গার্সিয়াকে দুই মিনিটে দুটি হলুদ কার্ড দেখান আলেহান্দ্রো কুইন্তেরো। শেষ দিকে রেফারির সিদ্ধান্তে দ্বিমত পোষণ করে লাল কার্ড দেখেন কারেরাস। এনিয়ে আলোনসো বলেন, ‘আমি পারফরম্যান্স (রেফারির) পছন্দ করিনি। আলভারোর (কারেরাস) লাল কার্ড আমি জানি না, এটা ছিল খুব বিতর্কিত। (রেফারি) খুব তাড়া ছিল (কার্ড দেওয়ায়)। আমার এটা ভালো লাগেনি, নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।’
দলের হতাশাজনক ফলের জন্য খেলোয়াড়দের দোষ দিচ্ছেন না রিয়ালের সাবেক তারকা, ‘আমাদের সবাইকে দোষ নিতে হবে, আমরা সবাই একসঙ্গে। এটা সবার দায়, শুধু খেলোয়াড় নয়, কোচেরও। আমাদের সবাইকে ভালোভাবে কাজ করতে হবে। তিন পয়েন্ট (হাতছাড়া), কষ্ট হচ্ছে। আমরা ক্ষুব্ধ। (টেবিলে) আমরা উপরে উঠতে চেয়েছিলাম। কিন্তু এখনো অনেক পথ বাকি আছে।’
এফএইচএম/