নেইমারের চিকিৎসা করবেন ‘ডক্টর মিরাকল’

ফিটনেস নিয়ে সারা বছর ধুঁকেছেন নেইমার। সম্প্রতি হাঁটুর সমস্যা নিয়ে ছিটকে যাওয়ার শঙ্কা নিয়েও মাঠে নেমে গোল করেছেন। সান্তোসকে ব্রাজিলিয়ান শীর্ষ লিগে টিকিয়ে রাখায় তার অসামান্য অবদান। এবার বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার লড়াই। ফিটনেস ফিরে পেতে হাঁটুর অস্ত্রোপচারের কথা বলেছিলেন ব্রাজিলের শীর্ষ গোলদাতা। জানা গেছে, তিনি চিকিৎসা করাবেন ‘ডক্টর মিরাকলের’ কাছে।
ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, নেইমারের চিকিৎসা করবেন প্রখ্যাত ব্রাজিলিয়ান ফিজিওথেরাপিস্ট এদুয়ার্দো সান্তোস। তার আরেক নাম ‘ডক্টর মিরাকল’। এমন নাম হওয়ার পেছনে কারণ আছে। বহু রোগীকে প্রচলিত চিকিৎসার বাইরে গিয়ে সারিয়ে তুলেছেন তিনি। তার চিকিৎসা নিয়ে অলৌকিকভাবে সেরে ওঠার অন্যতম উদাহরণ ডেভিড লুইজ। ২০১৫ সালে ব্রাজিলিয়ান ডিফেন্ডার আট থেকে ১০ সপ্তাহের জন্য ছিটকে যান। কিন্তু সান্তোসের কাছে চিকিৎসা করিয়ে ১০ দিনের মধ্যে পরের ম্যাচ খেলেন তিনি।
নেইমার সম্প্রতি মাঠে দারুণ ফর্মে। ব্রাজিলিয়ান সিরি আ মৌসুমের শেষ দিকে সান্তোসের হয়ে চার ম্যাচ খেলে পাঁচ গোল করেছেন, একটি অ্যাসিস্টও ছিল। রেলিগেশনের শঙ্কায় থাকা দলটি তার পারফরম্যান্সে ভর করে টিকে গেছে শীর্ষ লিগে। কিন্তু এখনো চোট সমস্যা কাটেনি। বিশ্বকাপের স্কোয়াডে থাকতে হলে পূর্ণ ফিটনেস পেতে হবে, কোচ কার্লো আনচেলত্তির এই শর্ত পূরণে কাজ করবেন তিনি। আর তাই ‘অলৌকিক ডাক্তারের’ শরণাপন্ন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।
বেলো হরিজন্তের পন্টিফিকাল ক্যাথলিক ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করা সান্তোস স্পোর্টস মেডিসিনে স্নাতকোত্তর ও ডক্টরেট করেছেন। চায়নিজ সুপার লিগের দল সাংহাই এসআইপিজির মেডিক্যাল ডিপার্টমেন্টের প্রধান তিনি। নেদারল্যান্ডসের ক্লাব ভিতেসে ও রাশিয়ায় জেনিথের সঙ্গে কাজ করেছেন।
হাল্ক, অস্কার, ফিলিপ্পে কৌতিনিয়োর মতো তারকা খেলোয়াড়দের চিকিৎসক ছিলেন সান্তোস। সম্প্রতি ম্যানইউর মাথিউস কুনহা ও ভ্যান্ডারসনের চিকিৎসা করেছেন তিনি। বর্তমানে ইংল্যান্ডে ‘ডক্টর মিরাকল’। নেইমারের বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণে দ্রুতই কাজ শুরু করবেন তিনি।
এফএইচএম/