বিশ্বকাপের টিকিটের চড়া দাম নিয়ে সরব মামদানি

২০২৬ বিশ্বকাপের তৃতীয় ধাপের টিকিট বিক্রি শুরু হতেই তীব্র সমালোচনার মুখে পড়েছে ফিফা। টুর্নামেন্টের সূচি, আয়োজক শহর ও গ্রুপ নির্ধারণ হতেই টিকিটের দাম নতুন করে বেড়ে গেছে।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের জন্য শীর্ষ ক্যাটাগরির টিকিটের দাম ৯ হাজার মার্কিন ডলারে পৌঁছেছে। অথচ আগের বিশ্বকাপের ফাইনালের টিকিটের দাম পাঁচ গুণ কম ছিল।
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এবার টিকিটের দাম নিয়ে মুখ খুললেন। ভক্ত-সমর্থকদের সঙ্গে সুর মেলালেন তিনি। যে শহরে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ হবে, সেই নিউইয়র্কের বাসিন্দাদের জন্য দাম ‘ন্যায্য’ করার দাবি জানালেন নগরপিতা।
কুলিগান্স ইউটিউব চ্যানেলকে দেওয়া বক্তব্যে মামদানি চাহিদা ও সময়ের ওপর ভিত্তি করে টিকিটের দাম পরিবর্তনের সমালোচনা করেন। একই সঙ্গে টিকিটের দাম নির্দিষ্ট করা ও স্থানীয় বাসিন্দাদের জন্য ছাড় দেওয়ার আহ্বান জানান।
২০১৮ সালে রাশিয়া ও ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপের উদাহরণ টেনে তিনি বললেন, ‘দেশের সবচেয়ে ব্যয়বহুল শহর নিউইয়র্ক। আর মানুষ বিশ্বকাপ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। কিন্তু টিকিটের দাম এবং ফিফা যে ডায়নামিক প্রাইসিং ব্যবহার করবে সেসব বিবেচনায় নিয়েই আমরা নির্দিষ্ট দামে টিকিট এবং স্থানীয় বাসিন্দাদের জন্য ছাড়ের দাবি জানাচ্ছি। আগের বিশ্বকাপগুলোতেও আমরা এমন ব্যবস্থা দেখেছি।’
বিশ্বকাপ চলাকালে মামদানি সবচেয়ে গুরুত্ব দিবেন, যত বেশি সম্ভব, নিউইয়র্কের মানুষ যেন টিকিটের দামের কারণে বাসায় বসে খেলা দেখতে বাধ্য না হন। তিনি যোগ করেন, ‘আমরা ভক্ত-সমর্থকদের জন্য কিছু সংরক্ষিত টিকিট চাইব। আমি খুশি যে ফিফা বলেছে, নির্দিষ্ট দামে কিছু টিকিট থাকবে। কিন্তু এখনো অনেক কাজ করার বাকি। আমরা চাই না এমন কিছু হোক, যাতে মানুষ শুধু স্ক্রিনে খেলা দেখে, আমরা তাদের স্টেডিয়ামে চাই।’
আগামী বছর ১১ জুন থেকে ১৯ জুলাই হবে ৪৮ দলের বিশ্বকাপ। ১৩ জুন প্যারাগুয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ। তাদের গ্রুপে অন্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও প্লে অফ থেকে আসা একটি দল।
এফএইচএম/