বাবা হলেন সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার রাজীব

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ মার্চ ২০২২, ১১:১৪ পিএম


বাবা হলেন সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার রাজীব

বাংলাদেশের দাবার সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব পুত্র সন্তানের জনক হয়েছেন। সদ্যজাত পুত্র ও রাজীবের স্ত্রী মুনতাহা রুম্মান অর্থি সুস্থ রয়েছেন। রাজীবের পুত্রের নাম রাখা হয়েছে রাদভিন হোসেইন রিশান। 

বাংলাদেশের পাঁচ গ্র্যান্ডমাস্টারের মধ্যে রাজীব ২০০৯ সালে সর্বশেষ জিএম হয়েছেন। দাবার সুদীর্ঘ ক্যারিয়ারে বিয়ে করেছেন গত বছর ফেব্রুয়ারিতে। মুনতাহা রুম্মান অর্থীর সঙ্গে পারিবারিক আত্মীয়তার মাধ্যমে পরিচয় ছিল আগেই।

অর্থিও রাজীবের ভক্ত ছিলেন। দীর্ঘদিনের চেনাজানা অবশেষে নিজেদের চিরস্থায়ী বন্ধনে রূপ নেয় গত বছর ২৬ ফেব্রুয়ারি। সংসার জীবনের এক বছরের একটু পরেই তাদের কোল জুড়ে এলো সন্তান। 

রাজীব চলমান প্রিমিয়ার বিভাগ দাবা লিগে খেলছেন। রাজীবের স্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূতাত্ত্বিক বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করে একটি বেসরকারি সংস্থায় ভূতাত্ত্বিক বিষয়ে কর্মরত রয়েছেন। 

এজেড/এনইউ

Link copied