নিয়াজ মোর্শেদদের হারিয়ে শিরোপার দৌড়ে রাজীবের দল

দাবা প্রিমিয়ার লিগে এবার সেই জৌলুস নেই। আসেনি কোনো বিদেশি গ্র্যান্ডমাস্টার। খেলছে না দুটি দল। উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের তিতাস ক্লাব ও বাংলাদেশের সর্বশেষ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের মানহা’স ক্যাসেলের মধ্যেই চলছে মূলত শিরোপা লড়াই। নিয়াজের তিতাস ক্লাব গত ছয় রাউন্ডের ছয়টি জিতে ১২ পয়েন্ট নিয়ে এগিয়ে ছিল। রাজীবের মানহা’স তিন পয়েন্ট খোয়ানোয় কিছুটা পিছিয়ে পড়ে। তারা আজ (মঙ্গলবার) সপ্তম রাউন্ডে তিতাস ক্লাবকে হারিয়ে ফিরল শিরোপার লড়াইয়ে।
সপ্তম রাউন্ডের খেলায় মানহা’স ক্যাসেল ২.৫ গেম পয়েন্টে তিতাস ক্লাবকে পরাজিত করেছে। তিতাসের পক্ষে ভারতীয় ফিদে মাস্টার সাহিব সিং মানহা’স–এর ভারতীয় আন্তর্জাতিক মাস্টার পানিসার বেদান্তকে পরাজিত করেন। মানহাস ক্যাসেলের পক্ষে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার অদিত্য দিনগ্রা ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের সঙ্গে ড্র করেন।
সপ্তম রাউন্ডের খেলা শেষে তিতাস ক্লাব ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছে। ১১ পয়েন্ট নিয়ে মানহা’স ক্যাসেল রয়েছে দ্বিতীয় স্থানে। সমান দশ পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ নৌবাহিনী, স্পোর্টস বাংলা ও লিওনাইন চেস ক্লাব মিলিতভাবে তিন নম্বরে। আট পয়েন্ট নিয়ে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব চতুর্থ স্থানে রয়েছে। নয় রাউন্ডের খেলায় তিতাস শেষ দুই রাউন্ড জিতলে এক পয়েন্ট ব্যবধান নিয়ে দাবা লিগে চ্যাম্পিয়ন হবে।
বাংলাদেশ নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে খেলাঘর দাবা সংঘকে পরাজিত করেন। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ও আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন যথাক্রমে খেলাঘর দাবা সংঘের মো. ফজলে রাব্বী, মো. আমিনুল ইসলাম, শাহীনুর হক ও কাজী আফনান রওনক আনানকে পরাজিত করেন। লিওনাইন চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে হারায় জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটিকে। স্পোর্টস বাংলা ২-২ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের সঙ্গে ড্র করে। দীপালী মেমোরিয়াল চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে পরাজিত করে বাংলাদেশ পুলিশকে।
এজেড/এএইচএস