পদক আনতে মালদ্বীপ গেল টিটি দল

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৭ মে ২০২২, ০১:৩২ পিএম


পদক আনতে মালদ্বীপ গেল টিটি দল

আগামী ৯ থেকে ১২ মে মালদ্বীপের রাজধানী মালেতে হবে সাউথ এশিয়ান জুনিয়র এন্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। মালদ্বীপে সাউথ এশিয়ান জুনিয়র এন্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ মালের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। দুপুর ১২টা ৫৫ মিনিটে শ্রীলংকান এয়ারলাইন্সে ঢাকা ছাড়ে বাংলাদেশ দলের সদস্যরা।

বাংলাদেশ দলে রয়েছে দশজন খেলোয়াড়; ছেলে ও মেয়ে দুই বিভাগেই আছে ৫ জন করে খেলোয়াড়। টুর্নামেন্টকে সামনে রেখে দেড় বছর ধরে অনুশীলন করছে বাংলাদেশ দল। এবার বাংলাদেশের লক্ষ্য বড়। প্রস্তুতি যেমন হয়েছে তাতে রৌপ্যপদক জয়ের প্রত্যাশা বাংলাদেশের, 'আমরা আন্তর্জাতিক অঙ্গনে পদক অর্জন করতে চাই। সেই লক্ষ্যে দীর্ঘদিন অনুশীলন হয়েছে। আশা করি এই টুর্নামেন্টে ভালো কিছু সম্ভব,' বলেন ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনির। 

তারকা টিটি খেলোয়াড় সাদিয়া রহমান মৌও পদক জয়ের ব্যাপারে আশাবাদী, 'আমাদের প্রস্তুতি ভালো। আশা করি পদক নিয়ে দেশে ফিরতে পারব।' 

এজেড/এইচএমএ

Link copied