ইরাকে ধুলিঝড়ের কবলে রোমান-দিয়ারা

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৭ মে ২০২২, ০৪:৪৫ পিএম


ইরাকে ধুলিঝড়ের কবলে রোমান-দিয়ারা

আজ থেকে ইরাকের সোলেমানিয়ায় শুরু হয়েছে এশিয়া কাপ আরচ্যারি। ইরাক সময় সকাল নয়টায় স্বাভাবিকভাবে খেলা শুরু হলেও মধ্যাহ্ন বিরতিতে ঝড়ে খেলা স্থগিত আছে। 

ইরাকের সোলামানিয়া থেকে বাংলাদেশ দলের ম্যানেজার ফয়সাল আহসান উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, ‘বাংলাদেশ রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টের প্রথম পর্ব শেষ করার কিছুক্ষণ পরই ধুলিঝড় শুরু হয়। তীব্র বাতাস ও হঠাৎ তাপমাত্রা অনেক নেমে যায়।’ 

ঝড়ো বাতাসের সঙ্গে সঙ্গে আরচ্যার, অফিসিয়ালরা নিরাপদ আশ্রয়ে রয়েছেন। আজ পুনরায় খেলা শুরু হওয়া প্রসঙ্গে ফয়সাল বলেন, ‘আবহাওয়া স্বাভাবিক হলে টেকনিক্যাল অফিসিয়ালরা নির্দেশনা দেবেন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা কিছুক্ষণ পর।’ 

ধুলিঝড়ের জন্য মধ্যাহ্ন বিরতি এক ঘণ্টা বেড়েছে। ঝড় থামার পর বোর্ড ও আনুষঙ্গিক সব কিছু ঠিক করতে সময় লাগবে কিছু। তীব্র বাতাসে বোর্ড সহ অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এজেড/এনইউ

Link copied