এশিয়ান ইনডোরের ফাইনালে ইমরান

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪০ পিএম


এশিয়ান ইনডোরের ফাইনালে ইমরান

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে কাজাকিস্তানের আস্তানায় বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে দ্বিতীয় স্থান অর্জন করতে সময় নিয়েছেন ৬.৬১ সে.। তাতে ইমরান নিজের রেকর্ডই ভেঙেছেন। পূর্বে এই ইভেন্টে তার নিজের রেকর্ড ছিল ৬.৬৪, বেলগ্রেডে ওয়ার্ল্ড এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে। ৬০ মিটার ইভেন্টে টাইমিং এ ইমরানের অবস্থান ১৮টি দেশের মধ্যে ২য়।

আজ রাতেই ইমরানুর ফাইনালে অংশগ্রহন করবেন। আজ সকালে ২য় হিটে ইমরানুর রহমান ৬.৭০সে. সময় নিয়ে প্রথম হয়ে সেমিফাইনালে উঠেছিলেন।

 এজেড/এনইআর

Link copied