পঞ্চম শ্রেণির বাংলা : প্রবন্ধ : এই দেশ এই মানুষ (তৃতীয় পর্ব)
সুপ্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘প্রবন্ধ : এই দেশ এই মানুষ’ থেকে আরো ৫টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা এ প্রবন্ধটি গুরুত্ব দিয়ে পড়বে, কেননা পিইসি পরীক্ষায় এখান থেকে ১-২টি প্রশ্ন আসতে পারে।
প্রশ্ন : ‘দেশ হলো জননীর মতো।’দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন?
উত্তর : মা জননী যেমন আমাদের স্নেহ-মমতা আর ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনই তার আলো, বাতাস, সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে। দেশ হলো জননীর মতো। আমরা এ দেশকে অন্তর দিয়ে ভালোবাসব।
প্রশ্ন : জেলেদের পেশা কী? তাঁরা যদি কাজ না করে, তাহলে আমাদের কী হতে পারে?
উত্তর : জেলেদের পেশা হলো মাছ ধরা। জেলেরা বাংলাদেশের এক অন্যতম পেশাজীবী। তাঁরা পুকুর, খাল, বিল, নদী ও সাগরে মাছ ধরার কাজ করেন। তাঁরা যদি তাদের পেশাগত কাজ না করেন, তাহলে আমাদের মাছের চাহিদা পূরণ হবে না। আমরা নানা রোগে আক্রান্ত হতে পারি। কারণ, মাছ আমাদের একটি অন্যতম পুষ্টিকর খাবার। এটি আমিষজাতীয় খাদ্যের প্রধান উৎস, আর আমিষের অভাবে আমাদের অনেক ধরনের শারীরিক সমস্যা হতে পারে।
প্রশ্ন : ‘ধর্ম যার যার উৎসব যেন সবার’— এ কথার দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর : অনেক বৈচিত্র্যময় বাংলাদেশের জনজীবন। এ দেশে আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে দুটো ঈদ। ঈদ-উল- ফিতর ও ঈদ-উল- আজহা, হিন্দুদের দুর্গাপূজাসহ আছে নানা উৎসব আর পার্বণ। বৌদ্ধদের আছে বৌদ্ধপূর্ণিমা, খ্রিষ্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। এ ছাড়াও রয়েছে নানা উৎসব। পয়লা বৈশাখ—নববর্ষের উৎসব। রাখাইনদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসব। প্রতিটি ধর্মের মানুষই স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করে থাকে। এক ধর্মের উৎসব-আনন্দ অন্য ধর্মের লোকেরাও উপভোগ করতে পারে। এভাবে এক ধর্মের উৎসব সব ধর্মের উৎসবে পরিণত হয়। তাই বলা হয়েছে, ‘ধর্ম যার যার, উৎসব যেন সবার।’
প্রশ্ন: দেশকে কেন ভালোবাসতে হবে?
উত্তর: দেশ মানে দেশের মানুষ, জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এই সব। দেশ হলো জননীর মতো। মা যেমন স্নেহমমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনই তার আলো, বাতাস আর সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই মাকে আমরা যেমন ভালোবাসি, দেশকেও তেমনই ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।
প্রশ্ন : নিচের অনুচ্ছেদ অবলম্বনে ৩টি প্রশ্ন তৈরি করো।
দেশ মানে দেশের মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এই সব। দেশ হলো জননীর মতো। মা যেমন আমাদের স্নেহ-মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনই আমাদের বাঁচিয়ে রেখেছে। এ দেশকে আমাদের ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।
উত্তর : ওপরে প্রদত্ত অনুচ্ছেদ অবলম্বনে ৩টি প্রশ্ন তৈরি করা হলো :
১. ‘দেশ’ মানে কী?
২. দেশকে ভালোবাসতে হবে কেন?
৩. আমাদের জীবন কীভাবে সার্থক হয়ে উঠবে?
এমকে