নবম ও দশম শ্রেণির রসায়ন : চতুর্থ অধ্যায় : পর্যায় সারণি (২য় পর্ব)
সুপ্রিয় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘চতুর্থ অধ্যায় : পর্যায় সারণি’ থেকে আরো ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এ অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরে পূর্ণ নম্বর পেতে নিজে নিজে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর তৈরি করে সেগুলো বারবার পড়বে।
১৩. Samarium-এর পারমাণবিক সংখ্যা কত?
(ক) ৫২ (খ) ৫৫ (গ) ৬২ (ঘ) ৭৬
১৪. Cu কত পর্যায় ও কত গ্রুপে অবস্থিত?
(ক) 3,10 (খ) 4,11 (গ) 5,7 (ঘ) 4,12
১৫. কোনটির সক্রিয়তা বেশি?
(ক) Ba (খ) 17Sr (গ) Ca (ঘ) Mg
১৬. নিকৃষ্ট ধাতু গুলো-
(ক) সোনা, রুপা (খ) লোহা, দস্কা (গ) সোনা, লোহা (ঘ) রুপা, লোহা
১৭. আয়নিকরণ শক্তি-
(i) শ্রেণিতে ওপর থেকে নিচে বৃদ্ধি পায় (ii) শ্রেণিতে ওপর থেকে নিচে হ্রাস পায় (iii) পর্যায়ে ডান থেকে বামে হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৮. ধাতুর ক্ষেত্রে-
(i) সবচেয়ে হালকা ধাতু Li (ii) দামী ধাতু Pt (iii) বিরল মৃত্তিকা ধাতু Rb
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
১৯. পর্যায় সারণিতে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বাম থেকে ডানে বৃদ্ধি পায়?
(i) আয়নিকরণ শক্তি (ii) ইলেকট্রন আসক্তি (ররর) তড়িৎ ঋণাক্সকতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মৌল পর্যায় গ্রুপ
P ২ ২
Q ৩ ১৭
R ৪ ২
(P, Q এবং R প্রতীক অর্থে ব্যবহৃত হযেছে)
২০. R ও Q দ্বারা গঠিত যৌগটি কোন দ্রাবকে দ্রবীভূত হয়?
(ক) অ্যালকোহল (খ) পানি (গ) কেরোসিন (ঘ) কার্বন টেট্রাক্লোরাইড
নিচের উদ্দীপকের আলোকে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
X, Si, Q, Z, Cl, Ar
২১. উদ্দীপকের কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশী?
(ক) Si (খ) Z (গ) Ar (ঘ) Cl
২২. উদ্দীপকের আলোকে কোনটি হয়?
(i) Ar-এর পারমাণবিক আকার বড় (ii) Si-এর যোজনী X-এর চেয়ে বেশী (iii) Si-এর অম্লত্ব X-এর চেয়ে বেশী
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর : ১৩. গ, ১৪. খ, ১৫. ক, ১৬. খ, ১৭. গ, ১৮. ক, ১৯. ঘ, ২০. খ, ২১. ঘ, ২২.গ।
এমকে