অষ্টম শ্রেণির বাংলা প্রথম পত্র : গল্প : পড়ে পাওয়া (পঞ্চম পর্ব)
সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গল্প : পড়ে পাওয়া’ থেকে আরো ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি প্রশ্নে পূর্ণ নম্বর পেলে অষ্টম শ্রেণির বোর্ড পরীক্ষায় তোমরা এ প্লাস পাবে।
নিচের উদ্দীপকটি পড়ে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
প্রলয় বিদেশ যাবার সময় নয়নকে সম্পত্তি দেখাশোনার ভার দেন। দীর্ঘদিন প্রবাসে কাটানোর পর স্বদেশে ফিরে তিনি সম্পত্তি ফিরে চান। নয়ন সম্পত্তিগুলো নিজের বলে দাবি করে। ঝামেলা না বাড়িয়ে প্রলয় অন্যত্র বাসা বাঁধেন। অল্পদিনেই নয়ন নিঃস্ব হয়ে ভিক্ষাবৃত্তি গ্রহণ করে। প্রচন্ড কষ্টে নয়নের জীবনপ্রদীপ নিভুনিভু প্রায়। এখন নয়ন ভাবে, অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়।
৪৭. উদ্দীপকের নয়নের মাঝে ‘পড়ে পাওয়া’ গল্পের কোন বিপরীত ভাবটি ফুটে উঠেছে?
(ক) অনৈতিক মনোভাব (খ) পরের সম্পদ লিপ্সা (গ) সততা ও কর্তব্যবোধ (ঘ) ভিক্ষাবৃত্তি গ্রহণ
৪৮. উল্লেখিত মূল বক্তব্যের সাথে বিপরীতধর্মী সাদৃশ্যপূর্ণ বাক্য/ বাক্যগুলো হলো-
i. আজ তার কী কষ্ট হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না ii. দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম iii. অন্যায় কাজ হয় তালা ভাঙলে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আকাশ আর মনির খুব ভালো বন্ধু। আকাশ তার পোষা ময়নাকে খুব ভালোবাসে। কথা বলতে পারে বলে ময়নাটির প্রতি মনিরেরও প্রবল আকর্ষণ জন্মে। একদিন সুযোগ বুঝে মনির ময়নাটিকে চুরি করে বাড়িতে আনে। কিছুদিন পর আকাশ মনিরদের বাড়িতে হঠাৎ এলে তার ময়নাটিকে দেখে ফেলে। মনিরের বাবা ওকে অনেক তিরস্কার করেন এবং উপদেশ দেন যে, নিজের আনন্দের জন্যে অন্যের জিনিস আত্মসাৎ করে কাউকে কষ্ট দেওয়া অনুচিত। মনির তার ভুল বুঝতে পারে এবং আকাশকে তার ময়নাটি ফেরত দেয়।
৪৯. ময়নাটি ফেরৎ দেয়ায় মনিরের মানসিকতায় ‘পড়ে পাওয়া’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে?
(ক) সন্দেহ (খ) নৈতিকতা (গ) আত্মসাৎ (ঘ) অন্যায়
নিচের উদ্দীপকটি পড়ে ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আলীম ৫ম শ্রেণিতে পড়ার সময় মা-বাবাকে হারায়। দাদির সাথে কমলাপুর বস্তিতে থাকে। একদিন কাগজ কুড়াতে গিয়ে একটা নীল খাম পায় সে। খামটা খুলে চমকে ওঠে। অনেকগুলো টাকা পেয়ে দাদি খুশি হয়। ভাবে এবার দারিদ্র্য ঘুচবে। আলীম খামের ওপর একটি মোবাইল নম্বর লেখা দেখে। সে ঐ নম্বরে ফোন করে টাকাগুলো ফেরত দেয়। সবাই আলীমকে ধন্যবাদ দিলেন।
৫০. উদ্দীপকের আলীম এবং ‘পড়ে পাওয়া’ গল্পের বিধুর মানসিকতা কীরূপ?
(ক) এক (খ) ভিন্ন (গ) মন্দ (ঘ) কৃপণ
নিচের উদ্দীপকটি পড়ে ৫১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
একটা মোবাইল ফোনের সখ সাকিবের। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী বাবা কিনে দিতে পারেন না। একদিন সাকিব রেললাইনের ধারে একটি মোবাইল কুড়িয়ে পায়। বাসায় সকলকে দেখায় ওটা। বাবা সাকিবকে ফোনটার মালিকের সন্ধান করে ফেরত দিতে বলেন। সাকিব মাইকিং করে ফোনের মালিকের খোঁজ করে সেটি ফেরত দেয়।
৫১. উদ্দীপকের সাকিব এবং ‘পড়ে পাওয়া’ গল্পের কিশোরদের মানসিকতার মূল ভিত্তি কী?
(ক) অন্যায় (খ) সংশয় (গ) সততা (ঘ) পরোপকার
নিচের উদ্দীপকটি পড়ে ৫২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
একদিন একটা খোলা মাঠে গরিব আমির একটি সাইকেল কুড়িয়ে পায়। আশপাশে কেউ ছিল না। আমির সাইকেলটি বাড়িতে নিয়ে যায়। ওর ছেলে আরিফের খুব শখ সাইকেলের। কিন্তু গরিব আমির টাকার অভাবে কিনে দিতে পারে নি। আজ কুড়িয়ে পাওয়া সাইকেলটি দেখে আরিফ বলে, ‘বাবা, আমার সাইকেল দরকার নেই।’ স্কুলের শিক্ষক বলেছেন, ‘কারও কিছু কুড়িয়ে পেলে ফেরত দিতে হয়।’
৫২. আরিফ এবং ‘পড়ে পাওয়া’ গল্পের মূল সাদৃশ্য কোনটি?
(ক) আত্মসাৎ (খ) নৈতিকতা (গ) পরোপকার (ঘ) অবহেলা
নিচের উদ্দীপকটি পড়ে ৫৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
কুষ্ঠরোগী, টাকওয়লা ও অন্ধ এই তিনজন লোক পরম দয়ালু স্রষ্টার অনুগ্রহে শারীরিক ত্রুটিমুক্ত হলো। তিনজনই সুন্দর সুস্থ মানুষের চেহারা পেল। শুধু তাই নয়, স্রষ্টার কৃপায় প্রথম জন বহু উট, দ্বিতীয় জন গাভী এবং তৃতীয় জন ছাগলের মালিক হয়ে গেল। কিছুদিন পর স্রষ্টা এদের পরীক্ষা করার জন্যে গরিবের ছদ্মবেশে এসে তাদের আগের দুরবস্থার কথা মনে করিয়ে দিয়ে কিছু সাহায্য চাইলেন, প্রথম ও দ্বিতীয় জন তাঁকে খালি হাতে বিদায় করলেও তৃতীয় জন নির্দ্বিধায় অতিথিকে সবকিছু দিতে রাজি হলো। স্রষ্টা তার ওপর খুশি হয়ে তাকে সম্পদশালী এবং অন্য দুজনকে নিঃস্ব করলেন। তৃতীয় জন সততার পুরস্কার পেল।
৫৩. তৃতীয় জন এবং ‘পড়ে পাওয়া’ গল্পের মূল বক্তব্য কোনদিক দিয়ে সাদৃশ্যপূর্ণ?
(ক) সততা (খ) সন্দেহ (গ) সংশয় (ঘ) বিশ্বাস
নিচের উদ্দীপকটি পড়ে ৫৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
এক তাঁতির একটি কাপড়ের দোকান ছিল। তাঁতি করিম বকশ নামের একটি ছেলেকে দোকানটি দেখতে বলে বাইরে গেলেন। নানা দুর্বিপাকে পড়ে তাঁতি দীর্ঘদিন দোকানে অনুপস্থিত থাকলেন। করিম সততার সাথে ব্যবসা পরিচালনা করে একটি দোকানের স্থলে তিনটি পরিণত করল। প্রায় সাত বছর পরে তাঁতি ফিরে এলে করিম তাকে সাদরে বরণ করে দোকান তিনটির দায়িত্ব বুঝিয়ে দিতে চাইল। করিমের সততার পরিচয় পেয়ে তাঁতি নিজের জন্য সামান্য মাসিক বন্দোবস্ত করে তীর্থে গেলেন। করিম সততার পুরস্কার পেল।
৫৪. উদ্দীপকের করিম বকশ এবং ‘পড়ে পাওয়া’ গল্পের কথকের মধ্যে সাদৃশ্য কোথায়?
(ক) পরোপকার (খ) জনহিতে (গ) সততায় (ঘ) অকল্যাণে
৫৫. গুপ্ত মিটিং কোথায় বসল?
(ক) ভাঙা নাটমন্দিরের কোণে (খ) তেঁতুলগাছের তলায় (গ) চণ্ডীমণ্ডপের সামনে (ঘ) বিচুলিগাদার কোণে
৫৬. বাক্স খোঁজার জন্য কাগজে কোন বাড়ির কথা উল্লেখ করা হয়েছে?
(ক) রায়বাড়ি (খ) চাটুয্যে বাড়ি (গ) বাড়ুয্যে বাড়ি (ঘ) মুখুয্যে বাড়ি
৫৭. বাড়ুয্যেদের মাঠের বাগানে চাঁপাতলীর আম এ অঞ্চলে বিখ্যাত কেন?
(ক) বড় বড় বলে (খ) অধিক মিষ্টি বলে (গ) কাঁচামিঠা বলে (ঘ) প্রচুর পাওয়া যায় বলে
৫৮. বিধু কেন বাদলকে কাগজে লিখতে বলল?
(ক) বাদল লিখতে আগ্রহী ছিল বলে (খ) বাদলের হাতের লেখা ভালো বলে (গ) অন্যরা লিখতে পারত না বলে (ঘ) অন্যরা লিখতে আগ্রহী ছিল না বলে
উত্তর : ৪৭. ক, ৪৮. ঘ, ৪৯. খ, ৫০. ক, ৫১. গ, ৫২. খ, ৫৩. ক, ৫৪. গ, ৫৫. ক, ৫৬.ক, ৫৭. খ, ৫৮. গ।
এমকে