এসএসসি পরীক্ষার রসায়ন : পঞ্চম অধ্যায় : রাসায়নিক বন্ধন
সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : রাসায়নিক বন্ধন’ থেকে ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এ অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরে পূর্ণ নম্বর পেতে মৌলিক ও যৌগিক পদার্থের যোজনী কত ও যৌগমুলক কী, সে সম্পর্কে বিস্তারিত মনোযোগসহকারে পড়বে।
১. কোনটি সমযোজী যৌগ?
(ক) HCl (খ) CaCl2 (গ) Al2O3 (ঘ) MgO
২. কোনটির জলীয় দ্রবণ বিদ্যুৎ অপরিবাহী?
(ক) তুঁতে (খ) চিনি (গ) অ্যামোনিয়া (ঘ) ভিনেগার
৩. এ কোন ধরনের বন্ধন বিদ্যমান?
(ক) আয়নিক (খ) সমযোজী (গ) সন্নিবেশ (ঘ) ধাতব
৪. কোনটির জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী?
(ক) চিনি (খ) গ্লুকোজ (গ) ইউরিয়া (ঘ) তুঁতে
৫. কোনটি তড়িৎ পরিবহন করে না?
(ক) অ্যালুমিনিয়াম (খ) সিলভার (গ) গ্রাফাইট (ঘ) ডায়মন্ড
৬. কোন মৌলটির যোজনী ইলেকট্রন বেশি?
(ক) F (খ) Na (গ) O (ঘ) Li
৭. সিলিকন ডাই অক্সাইডে সিলিকনের যোজনী কত?
(ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪
৮. নিচের কোনটি একযোজী যৌগমুলক?
(ক) ফসফেট (খ) কার্বনেট (গ) সালফেট (ঘ) হাইড্রোজেন কার্বনেট
৯. সোডিয়াম কার্বনেট যৌগে কয়টি পরমাণু উপস্থিত?
(ক) ৬ (খ) ৭ (গ) ৮ (ঘ) ৯
১০. বন্ধন গঠনের সময় ইলেকট্রন বর্জনের মাধ্যমে কোনটি দুইটির নিয়ম পালন করে?
(ক) হাইড্রোজেন (খ) বোরন (গ) লিথিয়াম (ঘ) হিলিয়াম
উত্তর : ১. ক, ২. খ, ৩. ক, ৪. ঘ, ৫. ঘ, ৬. ক, ৭. ঘ, ৮. ঘ, ৯. ক, ১০.গ।
এমকে