অষ্টম শ্রেণির গণিত : প্রথম অধ্যায় : প্যাটার্ন (পঞ্চম পর্ব)
সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের ‘প্রথম অধ্যায় : প্যাটার্ন’ থেকে আরো ১২টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। গণিতের প্রথম অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তরে ভালো করতে সূত্রসমূহ মুখস্ত রাখবে। কেননা এ অধ্যায়ের অঙ্ক দ্রুত করার ক্ষেত্রে সূত্রসমূহ মনে রাখার কোনো বিকল্প নেই।
৪৪. (৪ক + ৩) রাশির পদগুলো কোনটি?
(ক) ৩, ৫, ৭, ... (খ) ৪, ৭, ১৫, .... (গ) ৩, ৮, ১৫, ... (ঘ) ৭, ১১, ১৫, ...
৪৫. (৫ক + ১) বীজগণিতীয় রাশিটির-
i. ১ম পদ ৬ ii. ১০ম পদ ৫১ iii. প্রাপ্ত প্যাটার্ন ৬, ১১, ১৬, ২১, ....
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৪৬. ৩, ৫, ৭, ৯ সংখ্যার প্যাটার্নকে কোনটি দ্বারা প্রকাশ করা যায়?
(ক) ৪ক + ১ (খ) ক২ + ১ (গ) ২ক + ১ (ঘ) ২ক + ২
৪৭. ২, ৪, ৬, ৮, ... তালিকার প্যাটার্নে রাশির কোন সূত্রের প্রয়োগ হয়?
(ক) ২ক + ১ (খ) ২ক + ৬ (গ) ২ক + ২ (ঘ) ৩ক + ১
৪৮. ০, ৩, ৮, ১৫, .... প্যাটার্নের ১০০তম পদ কোনটি?
(ক) ২০১ (খ) ৯৯৯৯ (গ) ৯৯৯৯৯ (ঘ) ৯৯৯৯৯৯
৪৯. নিচের কোন রাশির ১০০তম পদের মান ৪০৩?
(ক) ৪ক + ৩ (খ) ৩ক + ১ (গ) ২ক + ১ (ঘ) ক২ + ১
৫০. ক২ + ১ রাশির ৫ম পদ কোনটি?
(ক) ১১ (খ) ১৬ (গ) ২৩ (ঘ) ২৪
৫১. নিচের কোন পূর্ণবর্গ সংখ্যাটি প্যাটার্ন?
(ক) বিজোড় স্বাভাবিক সংখ্যার বিয়োগফল (খ) বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল (গ) জোড় স্বাভাবিক সংখ্যার বিয়োগফল (ঘ)জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল
৫২. একটি প্যাটার্নের প্রথম পদ ৪ এবং দশম পদ ৩১। প্যাটার্নের সাধারণ রাশি কোনটি?
(ক) ৩ক + ১ (খ) ৪ক + ১ (গ) ৫ক + ১ (ঘ) ৫ক + ২
৫৩. নিচের কোন রাশিটি সর্বদা পূর্ণবর্গ সংখ্যার প্যাটার্ন প্রকাশ করে?
(ক) ক২ + ১ (খ) ক২ (গ) ক২ + ৫ (ঘ) ২ক২ + ১
৫৪. ৩ক রাশির সংখ্যা প্যাটার্নের প্রথম দশটি পদের যোগফল কত?
(ক) ১৩৫ (খ) ১৪৫ (গ) ১৫৫ (ঘ) ১৬৫
৫৫. (ক২+ ১) বীজগণিতীয় রাশির পদগুলো নিচের কোনটি?
(ক) ০, ৩, ৫, ৭ (খ) ২, ৫, ১০, ১৭ (গ) ৫, ৯, ১৩ (ঘ) ৩, ৪, ৫
উত্তর : ৪৪. ঘ, ৪৫. খ, ৪৬. গ, ৪৭. গ, ৪৮. খ, ৪৯. ক, ৫০. ঘ, ৫১. খ, ৫২. ক, ৫৩. খ, ৫৪. ঘ, ৫৫. খ।
এমকে