একাদশ ও দ্বাদশ হিসাববিজ্ঞান ২য় পত্র : প্রথম অধ্যায় (ষষ্ঠ পর্ব)
সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় প্রত্রের ‘প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব’ থেকে আরো ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। হিসাববিজ্ঞান বিষয়ে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরে ভালো করতে এ অধ্যায়ের মূলধনজাতীয় প্রাপ্তি ও আয়, মুনাফাজাতীয় প্রাপ্তি ও ব্যয় সম্পর্কে বিস্তারিতভাবে পড়বে।
৭৩. প্রাপ্তি ও প্রদান হিসাবের নিচে সমন্বয়ে যে সব সম্পদ থাকে তা হলো-
(ক) প্রারম্ভিক সম্পত্তি (খ) প্রারম্ভিক দায় (গ) সমাপনী দায় (ঘ) সমাপনী সম্পত্তি
৭৪. সমন্বয়ে উলিখিত সম্পদসমূহে তারিখ না থাকলেও তা-
(ক) প্রারম্ভিক মূলধন (খ) সমাপনী মূলধন (গ) প্রারম্ভিক সম্পদ (ঘ) সমাপনী সম্পদ
৭৫. প্রাপ্তি ও প্রদান হিসাবের ক্রেডিট দিকে বকেয়া দেনা পরিশোধ চলতি খরচের মধ্যে অন্তর্ভুক্ত হলে তা বিবেচিত হয়-
(ক) প্রারম্ভিক দায় (খ) সমাপনী দায় (গ) প্রারম্ভিক সম্পদ (ঘ) সমাপনী সম্পদ
৭৬. সমন্বয়ে বিগত বছরে চলতি বছরের চাঁদা অগ্রিম পাওয়া গিয়েছিল উলেখ থাকলে তা হিসাবর্ভুক্ত করা হবে-
(ক) প্রারম্ভিক সম্পদরূপে (খ) প্রারম্ভিক দায়রূপে (গ) সমাপনী সম্পদরূপে (ঘ) সমাপনী দায়রূপে
৭৭. আয়-ব্যয় হিসাবে চাঁদার পরিমাণ হয়-
(ক) মাসিক (খ) ত্রৈমাসিক (গ) সাপ্তাহিক (ঘ) বাৎসরিক
৭৮. অব্যবসায়ী প্রতিষ্ঠান তার সদস্যদের নিকট হতে সদস্যপদ লাভের বিনিময়ে মাসিক বা বার্ষিক ভিত্তিতে যে অর্থ গ্রহণ করে তা হলো-
(ক) অনুদান (খ) চাঁদা (গ) দান (ঘ) ফি
৭৯. চাঁদা একটি নিয়মিত-
(ক) মূলধনজাতীয় প্রাপ্তি (খ) মুনাফাজাতীয় প্রাপ্তি (গ) মূলধনজাতীয় আয় (ঘ) মুনাফাজাতীয় ব্যয়
৮০. কোনো ব্যক্তি চাঁদার বিনিময়ে আজীবন সদস্যপদ লাভ করার ক্ষমতা পেলে তাকে বলে-
(ক) অনুদান (খ) আজীবন সভ্যের চাঁদা (গ) ফি (ঘ) দান
৮১. আজীবন সভ্যের চাঁদা হিসাবভুক্ত করার পদ্ধতি কয়টি?
(ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি
৮২. হিসাবভুক্তির সাধারণ এবং সর্বজন স্বীকৃত নিয়ম অনুসারে প্রাপ্ত আজীবন সভ্যের চাঁদা হলো-
(ক) আয় (খ) ব্যয় (গ) দায় (ঘ) সম্পদ
৮৩. অব্যবসায়ী প্রতিষ্ঠানে সদস্যভুক্তির বিনিময়ে তাদের নিকট থেকে যে অর্থ নেয়া হয় তা-
(ক) চাঁদা (খ) ভর্তি ফি (গ) প্রবেশ ফি (ঘ) অনুদান
৮৪. হিসাব-নিকাশ, হিসাববিজ্ঞানী এবং গ্রন্থাকারদের মধ্যে নিচের কোন দু’টি বিষয় নিয়ে মতভেদ রয়েছে-
(ক) দান ও অনুদান (খ) ছাপা ও মনিহারি (গ) প্রবেশ ফি ও ভর্তি ফি (ঘ) ভাড়া ও অভিকর
উত্তর : ৭৩. ক, ৭৪. গ, ৭৫. ক, ৭৬. খ, ৭৭. ঘ, ৭৮. খ, ৭৯. খ, ৮০. খ, ৮১. গ, ৮২. গ, ৮৩. খ, ৮৪. গ।
এমকে