পঞ্চম শ্রেণির বাংলা : কবিতা : সংকল্প (চতুর্থ পর্ব)
সুপ্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘কবিতা : সংকল্প’ থেকে আরো ৩টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পিইসি পরীক্ষায় বাংলা বিষয়ে বেশি নম্বর পেতে তোমাদের পাঠ্যবইয়ের বিভিন্ন গল্প ও কবিতায় ক্রিয়াপদের সাধু ও চলিত রূপ, বিপরীত শব্দ, ক্রিয়াপদে রূপান্তর করো, সমার্থক শব্দ গুরুত্বসহকারে পড়বে।
প্রশ্ন : কবি পাতাল ফেড়ে নামতে চান কেন?
উত্তর : পাতাল বলতে আমরা সাগরের তলদেশ বা মাটির নিচের দেশকে বুঝে থাকি। মহাকাশের মতো পাতালপুরীও এক অজানা রহস্যঘেরা জায়গা। অসীম বিশ্বকে জানার অদম্য কৌতূহলী কবি মাটির নিচে পাতালে কী আছে, তা জানার জন্য পাতাল ফেড়ে সেখানে নামতে চায়। পাতালের অজানা রহস্য সম্পর্কে জ্ঞান অর্জন করে কৌতূহল মেটাতে চান।
প্রশ্ন : ক্রিয়াপদের সাধু ও চলিত রূপ লিখ।
উত্তর :
চলিত রূপ সাধু রূপ
আঁকব আঁকিব
দেখব দেখিব
ঘুরছে ঘুরিতেছে
মরছে মরিতেছে
ছুটছে ছুটিতেছে
আসছে আসিতেছে
চলছে চলিতেছে
প্রশ্ন : ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলোকে বর্তমান ও অতীত কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করো।
উত্তর :
ভবিষ্যৎ বর্তমান অতীত
থাকব থাকি থেকেছিলাম
দেখব দেখি দেখেছিলাম
শুনব শুনি শুনেছিলাম
খাব খাই খেয়েছিলাম
বেড়াব বেড়াই বেড়িয়েছিলাম
ঘুরব ঘুরি ঘুরেছিলাম
পড়ব পড়ি পড়েছিলাম
খেলব খেলি খেলেছিলাম
চড়ব চড়ি চড়েছিলাম
নামব নামি নেমেছিলাম
ধরব ধরি ধরেছিলাম
এমকে