অষ্টম শ্রেণির বাংলা প্রথম পত্র : গল্প : তৈলচিত্রের ভূত
সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গল্প : তৈলচিত্রের ভূত’ থেকে ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি প্রশ্নে বেশি নম্বর পেতে সংশ্লিষ্ট গল্পের শব্দার্থ ও টীকা,পাঠ-পরিচিতি, লেখক-পরিচিতি গুরুত্ব দিয়ে পড়বে। কেননা পরীক্ষায় লেখকের জন্মসাল, মৃত্যুর তারিখ ও তার রচিত গ্রন্থের নাম থেকেও বহুনির্বাচনি প্রশ্ন আসে।
১.‘গল্প : তৈলচিত্রের ভূত’ গল্পটি লিখেছেন-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) কাজী নজরুল ইসলাম (গ) মানিক বন্দ্যোপাধ্যায় (ঘ) আবুল মনসুর আহমদ
২. মানিক বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দের কত তারিখে জন্মগ্রহণ করেন?
(ক) ১৯০৫ খ্রিঃ ১০ মে (খ) ১৯০৭ খ্রিঃ ২৫ জুন (গ) ১৯০৮ খ্রিঃ ১৯ মে (ঘ) ১৯১০ খ্রিঃ ১৭ জুলাই
৩. মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
(ক) বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে (খ) পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে (গ) চব্বিশ পরগনা জেলার মুরাতিপুর গ্রামে (ঘ) ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে
৪. মানিক বন্দ্যোপাধ্যায় এর পিতার নাম কী?
(ক) শৈলেন্দ্র বন্দ্যোপাধ্যায় (খ) হরিহর বন্দ্যোপাধ্যায় (গ) হরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায় (ঘ) নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়
৫. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে এন্ট্রান্স পাশ করেন?
(ক) ১৯২৪ সালে (খ) ১৯২৫ সালে (গ) ১৯২৬ সালে (ঘ) ১৯২৮ সালে
৬. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে আইএসসি পাশ করেন?
(ক) ১৯২৪ সালে (খ) ১৯২৫ সালে (গ) ১৯২৬ সালে (ঘ) ১৯২৮ সালে
৭. মানিক বন্দ্যোপাধ্যায় কোন পত্রিকার সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন?
(ক) বনশ্রী (খ) বঙ্গদর্শন (গ) বঙ্গশ্রী (ঘ) রুপশ্রী
৮. মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কোনগুলো?
(ক) জননী, দিবারাত্রির কাব্য, আরোগ্য (খ) পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা (গ) শাহরতলী, চিহ্ন, সার্বজনীন (ঘ) সবগুলো
৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প কোনগুলো?
(ক) অতসী মামা (খ) অন্যান্য গল্প, প্রাগৈতিহাসিক (গ) সরীসৃপ, হলুদ ঘোড়া (ঘ) সবগুলো
১০. মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপন্যাস কোনটি?
(ক) সরীসৃপ (খ) প্রাগৈতিহাসিক (গ) টিকটিকি (ঘ) মাঝির ছেলে
১১. ‘পদ্মানদীর মাঝি’ কার লেখা?
(ক) সুব্রত বড়ুয়ার (খ) কাজী নজরুল ইসলামের (গ) জীবনানন্দ দাশের (ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়ের
১২. ‘পুতুলনাচের ইতিকথা’ একটি-
(ক) উপন্যাস (খ) গল্প (গ) কাব্য (ঘ) প্রবন্ধ
উত্তর : ১. গ, ২. গ, ৩. ক, ৪. খ, ৫. গ, ৬. ঘ, ৭. গ, ৮.ঘ, ৯. ঘ, ১০. ঘ, ১১. ঘ, ১২. ক।
এমকে