এসএসসির রসায়ন : পঞ্চম অধ্যায় : রাসায়নিক বন্ধন (তৃতীয় পর্ব)
সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : রাসায়নিক বন্ধন’ থেকে আরো ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এ অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরে ভালো করতে মৌলিক ও যৌগিক পদার্থের ভর সংখ্যা কত ও ইলেকট্রন বিন্যাস কী, সে সম্পর্কে বিস্তারিতভাবে পড়বে।
২১। নিচের কোন যৌগে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে?
(i) BF3 (ii) Al2O3 (iii)BeCl2
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
A, Si, Q, Z, Cl
[এখানে A, Q ও Z প্রচলিত প্রতীক নয়]
২২। Z মৌলের ভরসংখ্যা-
(ক) ১৬ (খ) ৩১ (গ) ৩২(ঘ) ৪০
২৩। উদ্দীপকের ক্ষেত্রে-
(i) A মৌলের আয়নিকরণ শক্তি Q অপেক্ষা বেশী (ii) Q অপেক্ষা Z মৌলের যোজনী ইলেকট্রন বেশী (iii) Z অপেক্ষা Q-এর তড়িৎ ঋণাত্মকতা কম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
১, ৬, ৭ ও ৮ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলসমুহ একে অপরের সাথে বিভিন্নভাবে বন্ধন গঠন করে।
২৪. দ্বিতীয় ও চতুর্থ মৌলদ্বয় যৌগ তৈরি করলে নিচের কোন বন্ধন গঠিত হয়?
(ক) একক সমযোজী (খ) আয়নিক (গ) ধাত বন্ধন (ঘ) দ্বিবন্ধন
২৫. প্রথম ও তৃতীয় মৌলদ্বয়ের মাধ্যমে গঠিত যৌগে মুক্ত জোড় ইলকট্রন সংখ্যা কতটি?
(ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪
উত্তর : ২১. গ, ২২. গ, ২৩. গ, ২৪. ঘ, ২৫. ক।
এমকে