একাদশ-দ্বাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র : প্রথম অধ্যায়
সুপ্রিয় একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় প্রত্রের ‘প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব’ থেকে আরো ১৯টি এক কথায় প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন : ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়ের পার্থক্যকে বলে?
উত্তর : মূলধন।
প্রশ্ন : অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সম্পত্তি ও দায়ের পার্থক্যকে বলে?
উত্তর : মূলধন তহবিল।
প্রশ্ন : অব্যবসায়ী প্রতিষ্ঠানের কোনো বিশেষ উদ্দেশ্যে তহবিল গঠন করলে তাকে বলে?
উত্তর : বিশেষ তহবিল।
প্রশ্ন : অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় - ব্যয় হিসাব ব্যবসায়ী প্রতিষ্ঠানের লাভ - লোকসান হিসাবের-
উত্তর : অনুরূপ।
প্রশ্ন : অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি ও প্রদান হিসাবের মাধ্যমে প্রতিষ্ঠানের-
উত্তর : নগদ প্রবাহ জানা যায়।
প্রশ্ন : অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় করার জন্য প্রস্তুত করা হয়-
উত্তর : আয় - ব্যয় হিসাব।
প্রশ্ন : অব্যবসায়ী প্রতিষ্ঠানের দায়- অপেক্ষা সম্পত্তির বাড়তি অংশ হলো-
উত্তর : মূলধন তহবিল।
প্রশ্ন : প্রারম্ভিক মূলধন তহবিল-
উত্তর : প্রারম্ভিক সম্পত্তি- প্রারম্ভিক দায়।
প্রশ্ন : সমাপনী মূলধন তহবিল-
উত্তর : সমাপনী সম্পত্তি - সমপনী দায়।
প্রশ্ন : চলতি বছরে মোট চাঁদা প্রাপ্তি?
উত্তর : চাঁদা আয় + বিগত বছরের বকেয়া চাঁদা আদায় - প্রাপ্ত চলতি বছরের অগ্রিম চাঁদা - চলতি বছরের বকেয়া চাঁদা + চলতি বছরে প্রাপ্ত পরবর্তী বছরের অগ্রিম চাঁদা।
প্রশ্ন : চাঁদা আয়-
উত্তর : চলতি বছরে মোট চাঁদা প্রাপ্তি - বিগত বছরের বকেয়া চাঁদা আদায় + বিগত বছরে প্রাপ্ত চলতি বছরের অগ্রিম চাঁদা + চলতি বছরের বকেয়া চাঁদা - চলতি বছরে প্রাপ্ত পরবর্তী বছরের অগ্রিম চাঁদা।
প্রশ্ন : প্রাপ্তি ও প্রদান হিসাব এমন একটি হিসাব-
উত্তর : যাতে প্রারম্ভিক ও সমাপনী নগদান জের দেখানো হয়।
প্রশ্ন : একটি অব্যবসায়িক প্রতিষ্ঠানের মূলধন তহবিল সৃষ্টি হয়-
উত্তর : প্রতিষ্ঠানের দায় অপেক্ষা সম্পত্তি বাড়তি থেকে।
প্রশ্ন : প্রাপ্তি ও প্রদান হিসাব-
উত্তর : প্রারম্ভিক ও সমাপনী নগদ ব্যালেন্স প্রদর্শন করে।
প্রশ্ন : প্রাপ্তি ও প্রদান হিসাবে অর্ন্তভূক্ত হয় না-
উত্তর : প্রাপ্য চাঁদা।
প্রশ্ন : মূলধন তহবিল নির্ণয়ে বিবেচিত হয় না-
উত্তর : চাঁদা আয়।
প্রশ্ন : স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, দাতব্য চিকিৎসালায়, এতিমখানা প্রভৃতি?
উত্তর : অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান।
প্রশ্ন : চিকিৎসক সংঘ, আইনজীবী সংঘ, ইঞ্জিনিয়ারিং সংঘ প্রভৃতি?
উত্তর : মুনাফা ভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান।
প্রশ্ন : অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় করার জন্য প্রস্তুত করা হয়-
উত্তর : আয়- ব্যয় হিসাব।
প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
এমকে