হিসাববিজ্ঞান ২য় পত্র : ১ম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব
প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় প্রত্রের `প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব' থেকে ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। হিসাববিজ্ঞান বিষয়ে ভালো করতে পাঠ্যবইয়ের অধ্যায়গুলোর প্রতিটি লাইন আন্ডারলাইন করে বুঝে পড়বে।
১. প্রাপ্তি ও প্রদান হিসাবের উদ্বৃত্ত কী নির্দেশ করে?
(ক) মূলধন তহবিল (খ) মোট প্রাপ্তি (গ) নগদ তহবিল (ঘ) মোট প্রদান
২. অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য কোনটি?
(ক) মুনাফা অর্জন করা (খ) সদস্য ও জনগণের সেবাদান (গ) পণ্য ও সেবার বিনিময় করা (ঘ) সদস্যদের মধ্যে মুনাফা বণ্টন
৩. মূলধন তহবিল নির্ণয়ের পদ্ধতি কয়টি?
(ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি
৪. চলতি বছরে বিগত বছরের খরচাবলি পরিশোধ করা হলে তা প্রভাব ফেলে-
(ক) নগদ তহবিলে (খ) প্রারম্ভিক মূলধন তহবিলে (গ) আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে (ঘ) আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে
৫. কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিশেষ তহবিল নয়?
(ক) বৃত্তি তহবিল (খ) টুর্নামেন্ট তহবিল (গ) সাধারণ সঞ্চিতি তহবিল (ঘ) ত্রাণ তহবিল
৬. প্রাপ্তি-প্রদান হিসাব কোনটির অনুরূপ?
(ক) নগদান হিসাব (খ) ব্যাংক হিসাব (গ) নগদ জাবেদা (ঘ) বিক্রয় জাবেদা
৭. একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের চাঁদা প্রাপ্তি ৬৫,০০০ টাকা, চলতি বছরের অনাদায়ী চাঁদা ৫,০০০ টাকা এবং পরবর্তী বছরের চাঁদা বাবদ অগ্রিম প্রাপ্তি ৩,০০০ টাকা হলে চাঁদা বাবদ আয় কত?
(ক) ৫৭,০০০ টাকা (খ) ৬৩,০০০ টাকা (গ) ৬৭,০০০ টাকা (ঘ) ৭৩,০০০ টাকা
৮. নিচের কোন প্রতিষ্ঠানটি মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান?
(ক) ক্লাব (খ) দাতব্য চিকিৎসালয় (গ) C A ফার্ম (ঘ) বিদ্যালয়
৯. অব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়ের পার্থক্যকে কী বলা হয়?
(ক) সঞ্চিতি তহবিল (খ) মূলধন তহবিল (গ) বিশেষ তহবিল (ঘ) সংরক্ষিত তহবিল
১০. প্রাপ্ত চাঁদা ২২,০০০ টাকার মধ্যে ৩,০০০ টাকা বিগত বছরের বকেয়া এবং ২,০০০ টাকা পরবর্তী বছরের অগ্রিম অন্তর্ভুক্ত আছে। চলতি বছরের চাঁদা আয় কত টাকা?
(ক) ১৭,০০০ (খ) ২৩,০০০ (গ) ২৫,০০০ (ঘ) ২৭,০০০
১১. প্রাপ্ত ও প্রদান হিসাবে মজুরি প্রদান ১২,০০০ টাকা লিখা আছে। সমন্বয়ে বলা আছে বিগত বছরের বকেয়া মজুরি ২,০০০ টাকা চলতি বছর পরিশোধ করা হয়েছে এবং চলতি বছরের বকেয়া মজুরি ১,৫০০ টাকা। সমন্বয়ের পর মজুরি খরচ কত হবে?
(ক) ৮,৫০০ টাকা (খ) ১১,৫০০ টাকা (গ) ১২,৫০০ টাকা (ঘ) ১৫,৫০০ টাকা
১২. গ্রীন ক্লাবের আর্থিক তথ্যাদি নিম্নরূপ :
দালানকোঠা ৫০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা, হাতে নগদ-? প্রদেয় হিসাব ২০,০০০ টাকা, বকেয়া খরচ ১০,০০০ টাকা, মূলধন তহবিল ৭০,০০০ টাকা, হাতে নগদের পরিমাণ কত?
(ক) ১০,০০০ টাকা (খ) ১৫,০০০ টাকা (গ) ২০,০০০ টাকা(ঘ) ৩০,০০০ টাকা
১৩. প্রাপ্তি ও প্রদান হিসাবে কোন জাতীয় লেনদেন লিপিবদ্ধ করা হয়?
(ক) মুনাফা জাতীয় আয় (খ) মুনাফা জাতীয় ব্যয় (গ) মূলধন ও মুনাফা জাতীয় আয়-ব্যয় (ঘ) মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়
১৪. অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়-ব্যয় এর উদ্বৃত্ত নির্ণয়ের জন্য কোন হিসাব প্রস্তুত করা হয়?
(ক) লাভ-ক্ষতি হিসাব (খ) আয়-ব্যয় হিসাব (গ) মূলধন তহবিল (ঘ) আর্থিক অবস্থার বিবরণী
১৫. যেসকল প্রতিষ্ঠান কোনোরূপ ব্যবসায়িক কার্যকলাপে লিপ্ত না থেকে সমাজকল্যাণকর কাজে লিপ্ত থাকে তা হলো-
(ক) আর্থিক প্রতিষ্ঠান (খ) ব্যবসায়িক প্রতিষ্ঠান (গ) অব্যবসায়িক প্রতিষ্ঠান (ঘ) উৎপাদনশীল প্রতিষ্ঠান
উত্তর : ১. গ, ২. খ, ৩. খ, ৪. খ, ৫. গ, ৬. ক, ৭. গ, ৮. খ, ৯. খ, ১০.ক, ১১. খ, ১২. গ, ১৩.গ, ১৪.খ, ১৫.গ।
প্রভাষক (হিসাববিজ্ঞান বিভাগ), সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
এমকে