অষ্টম শ্রেণি : প্রথম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব
সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ‘প্রথম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব’ থেকে আরো ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে টেকনিক্যাল শব্দের ব্যবহার বেশি হয়, তাই তোমরা এ শব্দগুলো খাতায় নোট করে রাখবে এবং এ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবে।
১৩. প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে উৎপাদনশীলতা-
(ক) কমে (খ) বাড়ে (গ) একই থাকে (ঘ) কমতে থাকে
১৪. প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে নিচের কোনটি বাড়বে?
(ক) উৎপাদনশীলতা (খ) গতিশীলতা (গ) গতি (ঘ) উৎপাদন
১৫. ড. ইকবাল কাদির ছিলেন কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক?
(ক) এমআইটি (খ) এমইটি (গ) আইএসটি (ঘ) এমআইএসটি
১৬. অধ্যাপক ড. ইকবাল কাদিরের উক্তি কোনটি?
(ক) তথ্যই মুক্তি (খ) সংযুক্তিই উৎপাদনশীলতা (গ) সংযোগই মুক্তি (ঘ) ইন্টারনেটই বিশ্ব
১৭. অফিসের কর্মীদের ফাঁকি দেয়া কীভাবে রোধ করা সম্ভব হচ্ছে?
(ক) স্বয়ংক্রিয় মনিটরিং করার ফলে (খ) মনিটরিং করার ফলে (গ) মনিটরের সাহায্যে (ঘ) মাউসের সাহায্যে
১৮. বিভিন্ন কল-কারখানায় বিপজ্জনক কাজ মানুষের বিকল্প-
(ক) হাতের যন্ত্র (খ) রোবট (গ) এটিএম (ঘ) রোলার
১৯. ঝুঁকিপূর্ণ কাজে কোনটির ব্যবহার সুবিধাজনক?
(ক) কম্পিউটার (খ) রোবট (গ) মডেম (ঘ) ক্যালকুলেটর
২০. কারখানায় বিপজ্জনক কাজে প্রয়োজন হয়-
i. মোবাইল ফোন ii. স্বয়ংক্রিয় মেশিন iii. রোবট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. কী ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে?
(ক) মোবাইল ফোন (খ) টেলিভিশন (গ) রেডিও (ঘ) তথ্য প্রযুক্তি
২২. ব্যাংকের টাকা যেকোনো সময় কিসের মাধ্যমে তোলা যায়?
(ক) এটিএমের মাধ্যমে (খ) একটি মেশিনের মাধ্যমে (গ) জিপিএস-এর মাধ্যমে (ঘ) কম্পিউটারের মাধ্যমে
২৩. সরকারি কোন কোন ক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রয়োগ রয়েছে-
(ক) সরকারি সব কাজে (খ) সরকারি তথ্যাদি প্রকাশে (গ) চিঠি পাঠানোর কাজে (ঘ) পরীক্ষার ফলাফলে
২৪. রাত দিন যেকোনো সময় গ্রাহকের নির্দিষ্ট প্রশ্নের উত্তর পাওয়া যায় কিসের মাধ্যমে?
(ক) স্বয়ংক্রিয় ইন্টারেকটিভ ভয়েস প্রযুক্তি (খ) নিজস্ব লোকবলের দ্বারা (গ) স্বয়ংক্রিয় ইন্টারেকটিভ ভিডিও প্রযুক্তি (ঘ) স্বয়ংক্রিয় ইন্টারেকটিভ অ্যানিমেশন প্রযুক্তি
উত্তর : ১৩. খ, ১৪. ক, ১৫. ক, ১৬. খ, ১৭. ক, ১৮. খ, ১৯. খ, ২০. গ, ২১. ঘ, ২২. ক, ২৩. ক, ২৪. ক।
এমকে