অষ্টম শ্রেণির বাংলা : বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (তৃতীয় পর্ব)
সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের `গল্প : অতিথির স্মৃতি’থেকে আরো ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো। বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরে ভালো করতে সংশ্লিষ্ট গল্প ও কবিতার প্রতিটি লাইন এবং প্রশ্নে প্রদত্ত উদ্দীপকটি গুরুত্ব দিয়ে পড়ে উত্তর লিখবে।
নিচের উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সবুজ ও সাজ্জাদ একই শ্রেণিতে পড়ে। তারা ও তাদের বাবা মিলে একটি পশুপাখির দোকানে গেল এবং একটি পাখি আনল। পথে তারা দেখতে পেল একটি কুকুর মরে পড়ে আছে। এতে চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। তারা বিদ্যালয়ে প্রাণীর সৎকার বিষয়ে পড়েছিল। তাই তারা ও তাদের কয়েকজন বন্ধু মিলে মৃত কুকুরটিকে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করল। শোনা যায় খাবার না পেয়ে কুকুরটি মারা যায়।
৩৬. উদ্দীপকের সঙ্গে ‘অতিথির স্মৃতি’ গল্পের মিল আছে-
i. লেখকের ii. অতিথির iii. কুকুরের
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
৩৭. উদ্দীপক ও ‘অতিথির স্মৃতি’ গল্পে কোন বিষয়গুলো বুঝতে পারি?
(ক) সকল সৃষ্টিই একে অন্যের ওপর নির্ভরশীল (খ) প্রাণীরাও মানুষের মতো ক্ষিপ্ত হয় (গ) প্রাণীরা শুধু খাবার গ্রহণের মাধ্যমেই বেঁচে থাকে না (ঘ) প্রাণীদের প্রতিও যত্নশীল হওয়া উচিত
৩৮. অতিথি গেটের বাইরে দাঁড়িয়ে-
i. লেখকের সঙ্গে দেখা করার জন্য ii. লেখকের মনের ভাব বোঝার জন্য iii. লেখকের সঙ্গে মমতার সম্পর্কের জন্য
নিচের কোনটি সঠিক?
(ক) ii (খ) iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
৩৯. `কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগল'-এখানে `খবরদারি' শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?
(ক) অসতর্ক সৃষ্টি (খ) বিদায়ের উৎফুল্লতা (গ) নজরদারি (ঘ) ব্যস্ততার ভান
৪০. `আমার কেবল ইচ্ছে জাগে পাখির মতো ডাকতে' -এর সমার্থক বাক্য কোনটি?
(ক) পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা (খ) বেনে-বৌ পাখি একটু দেরি করে আসত (গ) পাশের বাড়িতে আম গাছে শালিক, টুনটুনি গান করত (ঘ) একজন গলাভাঙা গায়কের ভজনের সুরে ঘুম ভাঙত
৪১. যৌবনে কুকুরটির শক্তি সামর্থ্য ছিল তা, লেখক যা দেখে বুঝলেন, তা হলো-
i. ল্যাজ নাড়া দেখে ii. পথের ধারের আলোয় iii. শরীরের ক্ষয়িষ্ণু গঠন দেখে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i ও iii
৪২. `মালী বৌয়ের ভয়টা গেছে' কারণ হলো-
i. বারান্দার নিচে থাকার ব্যবস্থা হওয়ায় ii. লেখক বেড়াতে সাথে নেওয়ায় iii. অতিথির মর্যাদা পাওয়ায়
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii
৪৩. `হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে '?- এ উক্তিটিতে কুকুরের প্রতি লেখকের যে মনোভাব প্রকাশ পেয়েছে, তা হলো-
i. আন্তরিকতা ii. উদ্বিগ্নতা iii. স্নেহশীলতা
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i ও iii
৪৪. `অতিথির স্মৃতি' গল্পে লেখক তাদের স্বরূপ তুলে ধরেছেন, যারা-
i. অতিথিদের অবজ্ঞা করে ii. তুচ্ছ জীবকে স্নেহাদর করে iii. ক্ষুদ্র প্রাণীর প্রতি সহানুভূতিশীল
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) ii ও iii
৪৫. লেখককে বিদায় জানাতে স্টেশনে যারা এসেছিল তারা সবাই বকশিশ পেলেও অতিথি পেল না। কারণ-
i. সেবার বিনিময় মূল্য নেই বলে ii. অতিথির কাছে অর্থ মূল্যহীন হওয়ায় iii. পুনরায় দেখা হওয়ার আশায়
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৬ ও ৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জামাল কবুতর পোষে। একবার এক আত্মীয়ের বাড়ি থেকে সে একটি কবুতর নিয়ে আসে। কবুতরটির নাম রাজা। তাকে নিয়ে জামালের আনন্দে দিন কাটে। এক রাতে খাটাশের হাতে প্রাণ দেয় রাজা। তার সেই `বাক বাকুম' ডাক আজও জামাল ভুলতে পারেনি। রাজার কথা মনে হলেই জামালের মন কেঁদে ওঠে।
৪৬. ওপরের উদ্দীপকটিতে `অতিথির স্মৃতি' গল্পের যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো-
i. পশুপাখির সাথে মানুষের মমত্বের সম্পর্ক ii. পশুপাখির বিয়োগ বেদনায় কাতরতা iii. পশুপাখি পাওয়ার আনন্দে মানবমনের উৎফুল্লতা
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i ও iii
৪৭. উপরিউক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন বাক্যে প্রকাশ পেয়েছে?
(ক) অতিথি মহাব্যস্ত, কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করছে (খ) অতিথি লেখকের দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে (গ) স্টেশনের ফটকের বাইরে অতিথি একদৃষ্টে চেয়ে আছে (ঘ) বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী
উত্তর : ৩৬. ঘ, ৩৭. ঘ, ৩৮. খ, ৩৯.গ, ৪০. গ, ৪১. ঘ, ৪২. ঘ, ৪৩. ঘ, ৪৪. ঘ, ৪৫.গ, ৪৬.গ, ৪৭. গ।
এমকে