নবম ও দশম শ্রেণির রসায়ন : প্রথম অধ্যায়- রসায়নের ধারণা
সুপ্রিয় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছো নিয়ো। আজ তোমাদের রসায়ন বিষয়ের `প্রথম অধ্যায় : রসায়নের ধারণা' থেকে ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। রসায়নের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরে বেশি নম্বর পেতে প্রতীক, সংকেত, যোজনী, বিক্রিয়া, একক, সমীকরণ গুরুত্ব দিয়ে পড়বে।
১. কোনটি দাহ্য পদার্থ?
(ক) টিএনটি (খ) নাইট্রাস অক্সাইড (গ) বেনজিন (ঘ) ইথার
২. আধুনিক রসায়নের জনক বলা হয় কোন বিজ্ঞানীকে?
(ক) জন ডাল্টন (খ) রবার্ট বয়েল (গ) অ্যান্টনি ল্যাভয়সিয়ে (ঘ) নীলস্ বোর
৩. কাঁচা আমে থাকে-
(ক) অক্সালিক এসিড (খ) ফরমিক এসিড (গ) সাক্সিনিক এসিড (ঘ) এসিটিক এসিড
৪. নিচের সাংকেতিক চিহ্নটি কী প্রকাশ করে?
(ক) বিষাক্ত পদার্থ (খ) দাহ্য পদার্থ (গ) উত্তেজক পদার্থ (ঘ) তেজষ্ক্রিয় পদার্থ
৫. নিচের কোনটি বিস্ফোরক দ্রব্য?
(ক) জৈব পারঅক্সাইড (খ) অ্যালকোহল (গ) পেট্রোলিয়াম (ঘ) ক্লোরিন গ্যাস
৬. কীসের মাধ্যমে পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায়?
(ক) এক্স-রে (খ) রাদারফোর্ড মডেল (গ) কোয়ান্টাম বলবিদ্যা (ঘ) UV স্পেকট্রোস্কোপি
৭. অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ষষ্ঠ ধাপ কোনটি?
(ক) কাজের পরিকল্পনা প্রণয়ন (খ) ফলাফল সম্পর্কে আগাম ধারণা (গ) পরীক্ষণ ও তথ্য উপাত্ত সংগ্রহ (ঘ) তথ্য উপাত্তের সংঘটন ও বিশ্লেষণ
৮. নিচের কোন হ্যালোজেনটি ত্বকে লাগলে ক্ষত হতে পারে?
(ক) ফ্লোরিন (খ) ক্লোরিন (গ) ব্রোমিন (ঘ) আয়োডিন
৯. ট্রিফয়েল চিহ্নটি প্রথম কোন দেশে ব্যবহৃত হয়?
(ক) ইংল্যান্ড (খ) আমেরিকা (গ) চীন (ঘ) রাশিয়া
১০. বিস্ফোরক পদার্থ কোনটি?
(ক) জৈব পারঅক্সাইড (খ) অ্যারোসোল (গ) পেট্রোলিয়াম (ঘ) ক্লোরিন গ্যাস
১১. নিচের কোন গ্যাস শ্বাসকষ্টের জন্য দায়ী?
(ক) N2 (খ) H2 (গ) Cl2 (ঘ) CO2
১২. কোনটি উত্তেজক পদার্থ?
(ক) বেনজিন (খ) ক্লোরোবেনজিন (গ) নাইট্রাস অক্সাইড (ঘ) ইথার
উত্তর : ১. ঘ, ২. গ, ৩. গ, ৪. গ, ৫. ক, ৬. গ, ৭. খ, ৮.খ, ৯. খ, ১০. ক, ১১. গ, ১২. গ।
এমকে