অষ্টম শ্রেণির বাংলা : গল্প- অতিথির স্মৃতি
সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গল্প : অতিথির স্মৃতি’ থেকে আরো ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো। শিক্ষার্থীরা বহুনির্বাচনি প্রশ্নের সংশ্লিষ্ট উদ্দীপক মনোযোগ সহকারে পড়লে এবং পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট গল্প ও কবিতা ভালোমতো পড়া থাকলে তোমরা পরীক্ষায় আসা বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তর করতে পারবে।
নিচের উদ্দীপকটি পড়ে ৪৮ ও ৪৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
অনাথিনী রতনকে ছেড়ে পোস্টমাস্টার চলে যাবেন। এতদিন পোস্ট মাস্টারের তত্ত্বাবধানে রতনের দিনগুলো ভালোই কাটছিল। কিন্তু পোস্ট মাস্টারকে অন্যত্র বদলি করা হয়েছে। সেখানে রতনকে নিয়ে যাওয়া যাবে না। সমাজের ভয় আছে। নৌকা ছেড়ে দিয়েছে। পোস্টমাস্টারের নৌকার পালে বাতাস লেগেছে। কিন্তু তার মন পড়ে আছে গ্রামের অসহায় মেয়ে রতনের কাছে। এখন অভাগী রতন দেখবে তার মনিবের ঘরটি ফাঁকা পড়ে আছে।
৪৮. ওপরের উদ্দীপকের সাথে ‘অতিথির স্মৃতি’ গল্পের সাদৃশ্য কোথায়?
(ক) সৌহার্দ্য ছিন্ন হাওয়ায় (খ) প্রিয়জনের সান্নিধ্য পাওয়ায় (গ) নতুন কর্মস্থলে পৌঁছায় (ঘ) দেহের অনুক‚লে মন যাওযায়
৪৯. ওপরের উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন বাক্যের সাথে সম্পর্কযুক্ত?
(ক) বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না (খ) অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ (গ) গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে (ঘ) লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির
নিচের উদ্দীপকটি পড়ে ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতান পশুপাখির সাথে সৌহার্দ্য স্থাপন করেছিলেন। তাঁর বাসভবনে অনেক হিংস্র প্রাণীও ছিল, যেগুলো হিংস্রতা ভুলে গিয়ে শান্ত হয়েছিল।
৫০. উদ্দীপকের মূল বক্তব্যের সাথে ‘অতিথির স্মৃতি’ গল্পের সাদৃশ্য কোথায়?
(ক) মহত্ত্বের কাছে হিংস্রতা হার মানে (খ) মানবেতর প্রাণী হিংস্র হয় (গ) হিংস্র প্রাণী কখনও শান্ত হয় না (ঘ) তুচ্ছ জীবকে তাচ্ছিল্য করা উচিত
নিচের উদ্দীপকটি পড়ে ৫১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
পরিবারে একমাত্র কন্যা জন্ম নেওয়ায় খুশি হয়েছেন সামাদ মিয়া। এ উপলক্ষে তিনি প্রতিবেশীদের দাওয়াত করেছেন। অনুষ্ঠানের দশ দিন আগে তিনি একটি বড় ছাগল কিনে এনেছেন। কিন্তু সামাদ মিয়ার ছেলে আশিক ছাগলটি জবাই করতে দেয় না। কারণ আশিককে দেখলেই ছাগলটি ‘ম্যাঁ-ম্যাঁ’ করে। ছাগলটির সাথে আশিকের মধুর সম্পর্ক গড়ে উঠেছে। তাই সামাদ মিয়া বাধ্য হয়ে হাট থেকে মাংস কিনে এনে অনুষ্ঠান সারেন।
৫১. উদ্দীপক ও ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল বক্তব্যে মিল কোথায়?
(ক) অবলা জীবের জন্যে কাতর না হওয়া (খ) ছাগলটি জবাই করতে না দেয়া (গ) নিষ্ঠুরতা পরিহার করা (ঘ) তুচ্ছ প্রাণীর জন্যে উদ্বিগ্ন না হওয়া
নিচের উদ্দীপকটি পড়ে ৫২ ও ৫৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জয়নালের একটি পোষা ময়না পাখি ছিল। সে কখনও ময়নাটিকে খাঁচায় পুরে রাখে নি। ময়নাটি জয়নালের মাথা, কাঁধ ও হাতে বসত। জয়নালের সার্বক্ষণিক সঙ্গী হওয়ায় ময়নাটি কিছু কিছু কথা বলতেও শিখেছিল। একদিন বাজারে একটি চা স্টলে জয়নাল চা পান করছিল। একটু দূরে ময়নাটি অবস্থান করায় একটি চলন্ত ট্রাক ময়নাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। জয়নাল মৃত ময়নাটিকে নিয়ে বিলাপ করতে থাকে।
৫২. ওপরের সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন বাক্যে প্রকাশিত হয়েছে?
(ক) কি যে, যাবি আমার সঙ্গে (খ) কুকুরটা এসে আজ বাইরে বারান্দার নিচে উঠানে বসে আছে (গ) আমার চাকরদেরও তাতে সায় ছিল (ঘ) ওদের দোর খোলার শব্দেই অতিথি ছুটে পালাল
৫৩. উদ্দীপক ও ‘অতিথির স্মৃতি’ গল্পে জয়নাল ও লেখকের মূল সাদৃশ্য কোথায়?
(ক) পশুপাখি প্রীতিতে (খ) তুচ্ছ জীব হারানোয় (গ) ইতর প্রাণিকে হিংসায় (ঘ) মানবেতর জীবকে অবজ্ঞায়
৫৪. অতিথির সাথে লেখকের কীরূপ সম্পর্ক গড়ে উঠেছিল?
(ক) বৈরি সম্পর্ক (খ) মমত্বের সম্পর্ক (গ) নির্মম সম্পর্ক (ঘ) বিচিত্র সম্পর্ক
৫৫. ‘অতিথির স্মৃতি’ গল্পটি-
(ক) আমাদের বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত (খ) আমাদের বাস্তব জীবনের সঙ্গে কল্পনামিশ্রিত (গ) আমাদের বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কহীন (ঘ) আমাদের বাস্তব জীবনের দৈনন্দিন ঘটনা
৫৬. ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখক ছাড়া অন্যান্যদের অতিথির প্রতি ফুটে উঠেছে-
(ক) ঘৃণা ও অবহেলা (খ) অযত্ন ও অবহেলা (গ) সহানুভূতি ও ভালোবাসা (ঘ) অসহযোগিতা ও অবহেলা
৫৭. ‘অতিথির স্মৃতি’ গল্প অবলম্বনে মানবেতর প্রাণী সম্পর্কে আমাদের মনে যে ধারণার উদ্ভব হয়-
(ক) এ ধরনের প্রাণীরা নিরীহ প্রকৃতির হয় (খ) এ ধরনের প্রাণীরা উপোস করে দিন কাটায় (গ) এ ধরনের প্রাণীদের অন্য প্রাণীদের ওপর নির্ভর করতে হয় (ঘ) এ ধরনের প্রাণীরা মানুষের সহানুভূতি চায়
৫৮. মানবেতর প্রাণীদের আছে আমাদের মতো বৈশিষ্ট্য-
i. রোগের ii. অনুভূতির iii. প্রীতির
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর : ৪৮. ক, ৪৯. খ, ৫০. ক, ৫১. গ, ৫২. ক, ৫৩. ক, ৫৪. খ, ৫৫. ক, ৫৬. ঘ, ৫৭. ঘ, ৫৮.গ।
এমকে