অষ্টম শ্রেণির গণিত : প্রথম অধ্যায় : প্যাটার্ন
সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের ‘প্রথম অধ্যায় : প্যাটার্ন’ থেকে ১০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। গণিতের বহুনির্বাচনি প্রশ্নোত্তরে বেশি নম্বর পেতে পাঠ্যবইয়ের অঙ্কগুলো রুটিন করে নিয়মিত অনুশীলন করবে।
১. ১, ৫, ৯, ১৩, ১৭, ..... তালিকার সংখ্যাগুলোর পর পর দু’টি সংখ্যার র্পাথক্য কত?
(ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪
২. ১, ২, ৪, ৮, ১৬, ...... সংখ্যাগুলোর প্যাটার্নের নিয়ম কী?
(ক) প্রতিবারে দ্বিগুণ হচ্ছে (খ) প্রতিবারে তিনগুণ হচ্ছে (গ) প্রতিবারে চারগুণ হচ্ছে (ঘ) প্রতিবারে পাঁচগুণ হচ্ছে
৩. ১, ৩, ৫, ৭, ৯, ........ তালিকার-
i. সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন নাই ii. সংখ্যাগুলোতে ১ থেকে শুরু করে প্রতিবার ২ যোগ করা হয়েছে iii. পরবর্তী সংখ্যা ১১
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৪. ৩, ৬, ৯, ১২, ......... তালিকার-
i. পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য ৩ ii. প্যাটার্নটি হলো ৩-এর গুণিতক iii. পরবর্তী সংখ্যাটি হলো ১৫
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ৫ থেকে ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
৬, ১২, ১৮, ২৪, ৩০, ......... একটি সংখ্যা তালিকা।
৫. পাশাপাশি দু’টি পদের পার্থক্য কত?
(ক) ৫ (খ) ৬ (গ) ৭ (ঘ) ৮
৬. তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
(ক) ৩৬ (খ) ৪২ (গ) ৪৩ (ঘ) ৪৫
৭. তালিকাটি কোন ধরনের সংখ্যার প্যাটার্ন?
(ক) ৫-এর গুণিতকের (খ) ৬-এর গুণিতকের (গ) ৭-এর গুণিতকের (ঘ) ৮-এর গুণিতকের
৮. ৪, ৮, ১২, ১৬, ২০, ...... তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
(ক) ২৩ (খ) ২৪ (গ) ২৬ (ঘ) ২৭
৯. ৪, ১১, ১৮, ২৫, ৩২, ....... তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
(ক) ৩৯ (খ) ৪০ (গ) ৪১ (ঘ) ৪২
১০. ২, ৫, ১০, ১৭, ২৬, ..........তালিকার সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য কত করে বৃদ্ধি পায়?
(ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪
উত্তর : ১. ঘ, ২. গ, ৩. গ, ৪. খ, ৫. খ, ৬. ক, ৭. খ, ৮. খ, ৯. ক, ১০. খ।
এমকে