নবম ও দশম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : পাঠ্যসূচি ও নম্বরবণ্টন
প্রিয় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমরা জেনে আনন্দিত হবে অনলাইন ভিত্তিক নতুন পত্রিকা ঢাকা পোস্ট নামে একটি পোর্টাল চালু হতে যাচ্ছে। এই পোর্টালে তোমাদের জন্য নিয়মিত অন্যান্য বিষয়ের পাশাপাশি নবম-দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। আশা করি বর্তমান করোনাকালীন সময়ে তোমাদের পড়াশোনা করার জন্য এর কোনো বিকল্প নেই। তোমরা নিশ্চয় জানো যে, নবম ও দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ৫০ নম্বর বরাদ্দ রয়েছে। এই নম্বরের মধ্যে বহুনির্বাচনি প্রশ্নে ২৫ নম্বর এবং ব্যবহারিকে ২৫ নম্বর । পরীক্ষায় ২৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নে নম্বর থাকবে ১।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে এ প্লাস পাওয়ার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বহুনির্বাচনি প্রশ্ন ও ব্যবহারিক অংশ প্রতিটি অংশ সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। তোমাদের বইয়ের ছয়টি অধ্যায় এর মধ্যে (প্রথম অধ্যায়- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ, দ্বিতীয় অধ্যায়- কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা, তৃতীয় অধ্যায়- আমার শিক্ষায় ইন্টারনেট, চতুর্থ অধ্যায়- আমার লেখালেখি ও হিসাব, পঞ্চম অধ্যায়- মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, ষষ্ঠ অধ্যায়- ডেটাবেস-এর ব্যবহার) রয়েছে। ব্যবহারিক অংশে সফটওয়্যার ইনস্টলেশন, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর, এমএস এক্সেস রয়েছে।
শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ধারাবাহিকভাবে অধ্যায় ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও ব্যবহারিক অংশ নিয়ে আলোচনা করা হবে। আশা করি প্রতিটি লেখা তোমরা সংগ্রহ করে পড়বে। মূল পাঠ্যবই ভালো করে পড়লে তোমাদের পক্ষে সব প্রশ্নের উত্তর করা সহজ হবে। প্রতিটি অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। আমাদের সাথেই থাকো। আগামীদিন থেকে প্রথম অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
এমকে