পঞ্চম শ্রেণির গণিত : প্রথম অধ্যায় : গুণ
সুপ্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের ‘প্রথম অধ্যায় : গুণ’ থেকে ১৫টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয় জানো যে, প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে কোনো সৃজনশীল প্রশ্ন থাকে না। কাজেই এ ধরনের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিজে নিজে আরো বেশি বেশি তৈরি করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে।
প্রথম অধ্যায় : গুণ
১. যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কী বলে?
উত্তর : গুণক।
২. যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে?
উত্তর : গুণ্য।
৩. গুণ্য, গুণক ও গুণফলের সঠিক সম্পর্ক কোনটি?
উত্তর : গুণ্য × গুণক = গুণফল।
৪. গুণের ফলাফল আর কোন প্রক্রিয়ায় পাওয়া যায়?
উত্তর : যোগ।
৫. একাধিক অঙ্কবিশিষ্ট গুণক দ্বারা গুন করতে কোন কোন প্রক্রিয়ায় দরকার হয়?
উত্তর : গুণ ও যোগ।
৬. তিন অঙ্কবিশিষ্ট গুণক দ্বারা কয় ধাপে গুণ করতে হয়?
উত্তর : ৩
৭. সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য ৯৯৯ সমান কত লিখতে হবে?
উত্তর : ১০০০-১
৮. সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য ৩০১০ সমান কত লিখতে হবে?
উত্তর : ৩০০০+১০
৯. এক রিমে ৫০০ তা কাগজ থাকে। ১১৮ রিমে কত তা কাগজ থাকবে?
উত্তর : ৫৯০০০
১০. ১ টি কলমের দাম ৪ টাকা হলে, ৮টি কলমের দাম কত?
উত্তর : ৩২ টাকা।
১১. একটি পুতুলের মূল্য ৬০০ টাকা। এরূপ ৩২৪টি পুতুলের মূল্য কত?
উত্তর : ১৯৪৪০০
১২. একটি বইয়ে ১৯৯ পৃষ্ঠা আছে। এরূপ ১৫ টি বইয়ে কতটি পৃষ্ঠা আছে?
উত্তর : ২৯৮৫
১৩. ০ (শূন্য) কে ৯৯ দ্বারা গুণ করে গুণফলের সাথে ২০ যোগ করলে যোগফল কোনটি হবে?
উত্তর : ২০
১৪. এক ব্যক্তির দৈনিক আয় ২১৬ টাকা হলে, তার ১০ দিনে আয় কত হবে?
উত্তর : ২১৬০ টাকা।
১৫. ৪২৫৭৮ কে ১০ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?
উত্তর : ৮
এমকে