নবম ও দশম শ্রেণির বাংলা প্রথম পত্র (গল্প : সুভা)
সুপ্রিয় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা,শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গল্প : সুভা’ থেকে আরো ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পরীক্ষায় বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরে বেশি নম্বর পেতে পাঠ্যবইয়ের প্রতিটি গল্প ও কবিতার লাইন আন্ডারলাইন করে বুঝে পড়বে। এরপর গুরুত্বপূর্ণ শব্দসমূহ নোট করে রাখবে।
১১. সুভা নিয়মিত কত বার করে গোয়াল ঘরে যায়?
(ক) একবার (খ) দুইবার (গ) তিনবার (ঘ) চারবার
১২. সুভা মুক্তির আনন্দ পায় কার কাছে?
(ক) সর্বশী ও পাঙ্গুলি (খ) প্রতাপ (গ) রুদ্র মহাকাশ (ঘ) নির্বাক প্রকৃতি
১৩. যে কথা কয় না, সে কী করে?
(ক) কল্পনা (খ) অনুভব (গ) দুশ্চিন্তা (ঘ) হৃদয়ভার
১৪. প্রতাপের ছিপ ফেলিয়া মাছ ধরা প্রধান শখ ছিল কেন?
(ক) সহজে সময় কাটানোর জন্য (খ) মানসিক প্রশান্তির জন্য (গ) বন্ধুদের সংস্পর্শে থাকার জন্য (ঘ) আত্মতৃপ্তির জন্য
১৫. ‘সুভা’ গল্পে সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বলতে যে বিষয়টি নির্দেশ করে-
(ক) গাছের নতুন পাতা (খ) ছায়ালোক (গ) শান্ত হৃদয় (ঘ) চোখের পাতা
১৬. সুভা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত-
i. প্রতাপের মনোযোগ আকর্ষণের জন্য ii. মায়ের বিরক্তি দূর করার জন্য iii. বাক্শক্তি ফিরে পাওয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
১৭. বাণীকণ্ঠের অবস্থা কেমন?
(ক) সচ্ছল (খ) অসচ্ছল (গ) মধ্যবিত্ত (ঘ) ধনাঢ্য
১৮. রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যথাযথ উক্তি কোনটি?
(ক) তিনি ৭ আগস্ট জন্মগ্রহণ করেন (খ) তিনি একমাত্র নোবেল বিজয়ী বাঙালি কবি (গ) তাঁর পিতার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর (ঘ) তিনি শান্তিনিকেতনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রাজু, রাজা নামক বানরের খেলা দেখিয়ে উপার্জন করতো। যেদিন উপার্জন কম হতো সেদিন রাজাকে পরিমাণ মতো খাবার দিতে পারতো না। ফলে রাজার দিকে অসহায়ের দৃষ্টিতে চেয়ে থাকত।
১৯. উদ্দীপকের রাজুর মধ্যে ‘সুভা’ গল্পের যে বৈশিষ্ট্য বিদ্যমান-
(ক) মানবেতর প্রাণীর প্রতি মমত্ববোধ (খ) নিজেকে আড়াল করা (গ) একাকিত্ব থেকে মুক্তি (ঘ) ইতর প্রাণীর প্রতি ভালোবাসা
২০. উদ্দীপকে ‘সুভা’ প্রকাশিত দিকটি হলো প্রতিবন্ধীদের জন্য-
(ক) একটি জগৎ তৈরি (খ) জীবনযাপন স্বরূপ (গ) কষ্টের জগৎ (ঘ) ভালোবাসার জগৎ
উত্তর : ১১. গ, ১২. ঘ, ১৩. গ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. গ, ১৭. গ, ১৮. খ, ১৯. ক, ২০. ঘ।
এমকে