একাদশ ও দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র : প্রথম অধ্যায়
প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় প্রত্রের ‘প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব’থেকে আরো ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। হিসাববিজ্ঞানের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরে ভালো করতে দায়, আয়, সম্পদ, ব্যয়সহ নিট লাভ, ক্ষতি সম্পর্কে ধারণা রাখবে।
৩১. নিচের কোনটি আয়-ব্যয় হিসাবে দেখানো হয় না-
(ক) অনুদান (খ) প্রবেশ ফি (গ) নির্দিষ্ট তহবিল সংক্রান্ত প্রাপ্তি ও প্রদান (ঘ) হলঘর ভাড়া
৩২. নিচের কোন হিসাবের মাধ্যমে অব্যবসায়ী প্রতিষ্ঠানের কার্যফল পরিমাপ করা হয়-
(ক) প্রাপ্তি ও প্রদান হিসাব (খ) আয়-ব্যয় হিসাব (গ) প্রারম্ভিক মূলধন তহবিল (ঘ) আর্থিক অবস্থার বিবরণী
৩৩. প্রাপ্তি-প্রদান হিসাবে প্রাপ্ত বকেয়া চাঁদা চলতি বছরের-
(ক) চাঁদার সাথে যোগ হয় (খ) চাঁদা হতে বাদ যায় (গ) প্রারম্ভিক মূলধন তহবিলে যায় (ঘ) আর্থিক অবস্থার বিবরণী
৩৪. আয়-ব্যয় হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা বুঝায়-
(ক) আয়াতিরিক্ত ব্যয় (খ) ব্যয়াতিরিক্ত আয় (গ) নিট লাভ (ঘ) মোট লাভ
৩৫. আয়-ব্যয় হিসাবের ডেবিট উদ্বৃত্ত দ্বারা বোঝায়-
(ক) নিট লাভ (খ) নিট ক্ষতি (গ) ব্যয়াতিরিক্ত আয় (ঘ) আয়াতিরিক্ত ব্যয়
৩৬. আয়-ব্যয় হিসাবের উদ্বৃত্তকে নিট ক্ষতি বলা হয় না। কারণ অব্যবসায়ী প্রতিষ্ঠানে-
(ক) মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হয় (খ) মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হয় না (গ) উৎপাদনের সাথে জড়িত থাকে (ঘ) পণ্য বণ্টনের সাথে জড়িত থাকে
৩৭. আয়-ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয় না-
(ক) মূলধনজাতীয় লেনদেন (খ) মুনাফাজাতীয় প্রাপ্তি (গ) মুনাফাজাতীয় প্রদান (ঘ) বিনিয়োগের সুদ
৩৮. আয়-ব্যয় হিসাবের ক্রেডিট পাশে বসে-
(ক) মুনাফাজাতীয় আয় (খ) মুনাফাজাতীয় ব্যয় (গ) মূলধনজাতীয় আয় (ঘ) মূলধনজাতীয় ব্যয়
৩৯. আয়-ব্যয় হিসাবের ডেবিট পাশে বসে-
(ক) মুনাফাজাতীয় আয় (খ) মুনাফাজাতীয় ব্যয় (গ) মূলধনজাতীয় আয় (ঘ) মূলধনজাতীয় ব্যয়
৪০. আয়-ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয় কেবল-
(ক) বিগত বছরের মুনাফা জাতীয় আয়-ব্যয় (খ) চলতি বছরের মুনাফা জাতীয় আয়-ব্যয় (গ) পরবর্তী বছরের মুনাফা জাতীয় আয়-ব্যয় (ঘ) বকেয়া ও অগ্রিম আয়-ব্যয়
৪১.৩১ মার্চ, ২০১২ সাল পর্যন্ত ১৮ মাসের ভাড়া প্রদান করা হলো। এখানে রয়েছে-
(ক) বিগত বছরের অগ্রিম পরবর্তী বছরের অগ্রিম (খ) বিগত বছরের অগ্রিম চলতি বছরের বকেয়া (গ) বিগত বছরের বকেয়া পরবর্তী বছরের অগ্রিম (ঘ) বিগত বছরের বকেয়া চলতি বছরের বকেয়া
৪২. তিন মাসের ভাড়া অগ্রিম প্রদান করা হলে। অগ্রিম ভাড়া-
(ক) দায় (খ) আয় (গ) সম্পদ (ঘ) ব্যয়
৪৩. অগ্রিম চাঁদা অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য-
(ক) দায় (খ) আয় (গ) সম্পদ (ঘ) ব্যয়
৪৪. প্রাপ্তি-প্রদান হিসাবের ডেবিট দিকের দফাগুলো নির্দেশ করে-
(ক) আয়সমূহ (খ) ব্যয়সমূহ (গ) প্রারম্ভিক নগদ ও প্রাপ্তিসমূহ (ঘ) প্রদানসমূহ
৪৫. প্রাপ্তি-প্রদান হিসাবে প্রদর্শিত বিগত ও পরবর্তী বছরের কোনো দফা দেখানো হয় না-
(ক) মূলধন তহবিল (খ) আয়-ব্যয় হিসাবে (গ) আর্থিক অবস্থার বিবরণীতে (ঘ) নগদ তহবিলে
উত্তর : ৩১. গ, ৩২. খ, ৩৩. গ, ৩৪. খ, ৩৫. ঘ, ৩৬. খ, ৩৭. ক, ৩৮. ক, ৩৯. খ, ৪০. খ, ৪১. গ, ৪২. গ, ৪৩. ক, ৪৪. গ, ৪৫. খ।
এমকে