পঞ্চম শ্রেণির গণিত : চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী
সুপ্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের ‘তৃতীয় অধ্যায় : চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী’ থেকে ১৮টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। পিইসি পরীক্ষায় গণিতে এ প্লাস পেতে পরীক্ষায় আসা সবগুলো সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সঠিক উত্তর করতে হবে। সেজন্য গণিত বিষয়টি নিয়মিত অনুশীলন করবে।
১. পিতা ও পুত্রের বয়সের পার্থক্য ৩০ বছর। পিতার বয়স ৫০ বছর হলে, পুত্রের বয়স কত?
উত্তর : ২০ বছর।
২. ৩৮ হালি ডিমের দাম ৯৫০ টাকা। একই মূল্যে আরো ৪ হালি ডিম ক্রয় করা হলো। তাহলে মোট কত টাকার ডিম ক্রয় করা হলো?
উত্তর : ১০৫০
৩. ৬টি চেয়ার ৩০০০ টাকায় এবং ৩টি টেবিল ২৪০০ টাকায় ক্রয় করা হলো। তাহলে মোট কত টাকার চেয়ার-টেবিল ক্রয় করা হলো?
উত্তর : ৫৪০০
৪. বিয়োজন ৯৮৫২১৪ এবং বিয়োজ ৯৭৪৬৫ হলে, বিয়োগফল কত হবে?
উত্তর : ৮৮৭৭৪৯
৫. পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল ৭ লক্ষ হবে?
উত্তর : ৬০০০০১
৬. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৯৬ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ হলে পুত্রের বয়স কত?
উত্তর : ২৪ বছর।
৭. কোনো ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের ১২ গুণ এবং ভাজ্য ৯৮৯৬। ভাগশেষ ৮ হলে, ভাগফল কত?
উত্তর : ১০৩
৮. ১০টি বইয়ের দাম ১০৫০ টাকা। ১টি বইয়ের দাম কত?
উত্তর : ১৫০
৯. মাতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। পুত্রের বয়স ৬ বছর হলে, মাতার বয়স কত?
উত্তর : ২৪ বছর।
১০. কোনো ভাগ অঙ্ক নিঃশেষে বিভাজ্য হয়েছে, কোনটি দ্বারা তা বুঝতে পারা যায়?
উত্তর : যখন ভাগশেষ থাকে না।
১১. কোনো ভাগ অঙ্কে ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ০ হলে, ভাজ্য কোনটি?
উত্তর : ১৯৫০
১২. ভাজক ৯৬, ভাজ্য ৯৮৯৬ এবং ভাগশেষ ৮ হলে, ভাগফল কোনটি?
উত্তর : ১০৩
১৩. দুইটি সংখ্যার গুণফল ৮৯২৬২। একটি সংখ্যা ৩৪২ হলে, অপর সংখ্যাটি কোনটি?
উত্তর : ২৬১
১৪. দুইটি সংখ্যার গুণফল ৬২৭২। একটি সংখ্যার ৪ গুণ ২৫৬ হলে, অপর সংখ্যা কোনটি?
উত্তর : ৯৮
১৫. ৫ হালি ডিমের দাম ১২০ টাকা হলে, ১টি ডিমের দাম কত?
উত্তর : ৬ টাকা।
১৬. ২ ডজন আমের দাম ৯৬ টাকা হলে, ১টি আমের দাম কত?
উত্তর : ৪ টাকা।
১৭. নিলয় ও ইমরানের একত্রে ১০২৮ টাকা আছে। ইমরানের নিলয়ের চেয়ে ৩১৬ টাকা বেশি থাকলে নিলয়ের টাকা কত?
উত্তর : ৩৫৬ টাকা।
১৮. রফিক সাহেব এক মাসে আয় করেন ২৫,০০০ টাকা। তিনি এক বছরে কত আয় করেন?
উত্তর : ৩,০০,০০০ টাকা।
এমকে