পঞ্চম শ্রেণির গণিত : তৃতীয় অধ্যায় (দ্বিতীয় পর্ব)
সুপ্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের ‘তৃতীয় অধ্যায় : চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী’ থেকে আরো ১৭টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। পিইসি পরীক্ষায় গণিতের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে ভালো করতে অনুশীলনীর অঙ্কের বাইরেও উদাহরণের অঙ্ক নিয়মিত চর্চা করবে।
১৯. কোনো ভাগ অঙ্গে ভাজ্য ১৯৫০। ভাগফল ৭৮ হলে, ভাজক কত?
উত্তর : ২৫
২০. ১টি পেন্সিলের মূল্য ১৫ টাকা হলে, ৩ ডজন পেন্সিলের মূল্য কত?
উত্তর : ৫৪০ টাকা।
২১. দুইটি সংখ্যা গুণফল ৬১৪৪। একটি সংখ্যা ৫১২ হলে, অপর সংখ্যাটি কত?
উত্তর : ১২
২২. ১ ডজন খাতার দাম ৩৬০ টাকা হলে, ৮টি খাতার দাম কত?
উত্তর : ২৪০ টাকা।
২৩. একজন শ্রমিক সপ্তাহে ৮৭৫ টাকা আয় করেন। ১ দিনে তিনি কত টাকা আয় করেন?
উত্তর : ১২৫
২৪. একটি বইয়ের দাম ৭৫ টাকা। ১০৫০ টাকায় কয়টি বই পাওয়া যাবে?
উত্তর : ১৪
২৫. এক ডজন পেন্সিলের দাম ৯৬ টাকা হলে, ১১টি পেন্সিলের দাম কত?
উত্তর : ৮৮ টাকা।
২৬. ২৪ কেজি ভুট্রার দাম ১২০০ টাকা হলে, ১৩ কেজি ভুট্রার দাম কত?
উত্তর : ৬৫০ টাকা।
২৭. ৮ জন লেক ২১ দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। ১৪ জনে ঐ কাজ কত দিনে করতে পারবে?
উত্তর : ১২ দিনে।
২৮. ৪টি কম্বলের দাম ১২০০ টাকা হলে, ৭টি কম্বলের দাম কত?
উত্তর : ২১০০ টাকা।
২৯. একজন শ্রমিক সপ্তাহে ৪৯০ টাকা আয় করেন। ১২৬০ টাকা আয় করতে তার কত দিন লাগবে?
উত্তর : ১৮ দিনে।
৩০. কোনো ছাত্রাবাসে ১২০০ জন ছাত্রের ২৪ দিনের খাদ্য আছে। ঐ ছাত্রাবাস হতে ৪০০ জন ছাত্র চলেগেল বাকি ছাত্রের ঐ খাদ্যে কত দিন চলবে?
উত্তর : ৩৬ দিন।
৩১. ৪৫ জন লোকের যে চাল ১০ দিন চলে, কতজন লোকের ঐ চাল ২৫ দিন চলবে?
উত্তর : ১৮ জন।
৩২. একটি ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ২০ দিনের খাদ্য আছে। তাহলে ৫০ জন ছাত্রের ঐ খাদ্যে কত দিন চলবে ?
উত্তর : ১৬ দিন।
৩৩. ৬ জন লোক ২১ দিনে কোনো জমির ফসল কাটতে পারে। ১৮ জন লোক ঐ কাজটি কত দিনে করতে পারবে?
উত্তর : ৭ দিন।
৩৪. একটি পরিবারের ১০ জন লোকের ৪০ কেজি চাল ২৭ দিন চলে। কত জন লোকের ঐ চাল ৪৫ দিন চলবে?
উত্তর : ৬ জন।
৩৫. ১২ মিটার কাপড়ের দাম ২৪০ টাকা হলে, ১ মিটার কাপড়ের দাম কত?
উত্তর : ২০ টাকা।
এমকে