অষ্টম শ্রেণির বাংলা : প্রবন্ধ : ভাব ও কাজ (তৃতীয় পর্ব)
সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘প্রবন্ধ : ভাব ও কাজ’ থেকে আরো ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি প্রশ্নে পূর্ণ নম্বর পেলে বোর্ড পরীক্ষায় এ বিষয়ে এ প্লাস পাওয়া তোমাদের জন্য সহজ হবে। কাজেই তোমরা সেভাবে পড়াশোনা করবে।
৩১. ভাবের সঙ্গে কাজের সম্পর্কের ক্ষেত্রে নিচের কোনটি সমর্থনযোগ্য?
(ক) একে অপরের পরিপূরক (খ) আসমান-জমিন তফাত (গ) কোনো তফাত নেই (ঘ) অত্যন্ত মধুর সম্বন্ধ
৩২. কাজী নজরুল ইসলামের রচনাবলী কোন চেতনা বহন করে?
(ক) অসাম্প্রদায়িক চেতনা (খ) মানবতার চেতনা (গ) বিদ্রোহের চেতনা (ঘ) জীবনবাদী চেতনা
৩৩. কাজী নজরুল ইসলামের পড়াশোনা সমাপ্তির পেছনে কোন কারণটি মূর্ত হয়ে উঠেছে?
(ক) অর্থনৈতিক অসচ্ছলতা (খ) প্রথম মহাযুদ্ধে অংশগ্রহণ (গ) কাব্যচর্চায় মনোনিবেশ (ঘ) পিতামাতার অকাল মৃত্যু
৩৪. ‘ভাবের সুরা পান করো, কিন্তু জ্ঞান হারাইও না’ উক্ত বাক্যে কোন বিষয়টি ফুটে উঠেছে?
(ক) অতি ভাব কর্ম উদ্দীপনা নষ্ট করে (খ) অতি ভাব কর্ম উদ্দীপনা জাগায় (গ) কর্ম সাধনের জন্য ভাবে মাতাল হওয়া প্রয়োজন (ঘ) অতি ভাব কর্মের পথ সহজ করে
৩৫. কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে নিচের যে তথ্যটি সমর্থনযোগ্য-
i. তিনি চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন ii. তিনি বাংলা ভাষার বিপক্ষে ছিলেন iii. তিনি আরবি-ফারসি শব্দের ব্যবহারে কুশলতা দেখিয়েছেন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৬. কাজী নজরুল ইসলাম যে রচনা লিখে প্রশংসা পেয়েছেন তার সাথে নিচের যেটি সম্পৃক্ত-
i. সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা ii. শ্যামাসংগীত iii. ইসলামি গান ও গজল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৭. কাজী নজরুল ইসলামের কবিতায় যে বিদ্রোহী উচ্চারণ প্রকাশ পেয়েছে-
i. ব্রিটিশ পরাধীনতার বিরুদ্ধে ii. অন্যায়ের বিরুদ্ধে iii. ধর্মের বিরুদ্ধে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৮ ও ৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বিদ্যালয় কর্তৃপক্ষ রাতের বেলা এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেয় যে, আগামীকাল সকাল ১০টায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে দেখলেন যে, কর্তৃপক্ষের পরীক্ষা গ্রহণের কোনো উদ্যোগ নেই।
৩৮. বিদ্যালয় কর্তৃপক্ষ ‘ভাব ও কাজ’ প্রবন্ধে কাদের প্রতিনিধিত্ব করে?
(ক) ভাবের বাঁশিবাদক (খ) নিঃস্বার্থ ত্যাগী ঋষি (গ) দস্তুরমতো সাপুড়ে (ঘ) ঘুমকাতর কুম্ভকর্ণ
৩৯. উদ্দীপকের আলোকে বিদ্যালয় কর্তৃপক্ষের অভাব ছিল-
i. ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তির ii. বাস্তব উদ্যোগের প্রয়োজন সম্পর্কে সচেতনতার iii. মহৎ কাজে শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদানে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
এস, কে, এস ফাউন্ডেশনের কর্ণধার রাসেদ আহমেদ লিটন ১৯৮৭ সালে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নিমিত্তে এই ক্লাব গঠন করেন। তিনি অসহায় মানুষদের দ্বারে দ্বারে গিয়ে তাদের সংগঠিত হওয়ার আহ্বান জানান। তাঁর আহ্বানে সাড়া দিলে তিনি এসব মানুষের সামাজিক নিরাপত্তা, শিক্ষা, জেন্ডার সমতা ইত্যাদি বিষয়ে কাজ শুরু করেন। বর্তমানে হাজার হাজার পরিবার এর সুফল ভোগ করছে।
৪০. উদ্দীপকের রাসেদ আহমেদ লিটনের কাজ ‘ভাব ও কাজ’ প্রবন্ধের কোনটির সাথে সম্পর্কযুক্ত?
(ক) একটা সাময়িক উত্তেজনার মুখে ত্যাগের অভিনয় করেছেন (খ) তিনি মানুষের ভাবের ঘরে চুরি করেছেন (গ) লোককে শুধু কথায় মাতিয়ে মশগুল করেছেন (ঘ) মানুষের স্পিরিটটাকে মঙ্গলের জন্য ব্যবহার করেছেন
উত্তর : ৩১. খ, ৩২. ক, ৩৩. খ, ৩৪. ক, ৩৫. খ, ৩৬. ঘ, ৩৭. ক, ৩৮. ক, ৩৯. গ, ৪০. ঘ।
এমকে