পঞ্চম শ্রেণির গণিত : তৃতীয় অধ্যায় (তৃতীয় পর্ব)
সুপ্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের ‘তৃতীয় অধ্যায় : চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী’ থেকে আরো ১৮টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। পিইসি পরীক্ষায় গণিত বিষয়ে ২০টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আসে। ২০টি প্রশ্নেরই উত্তর করতে হবে। কাজেই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে পূর্ণ নম্বর পেলে তোমাদের জন্য গণিতে এ প্লাস পাওয়া সহজ হবে।
৩৬. একটি পাত্রে ২০ কেজি ডাল আছে। পাত্রটির ওজন ১৫ কেজি হলে, ডালসহ পাত্রের ওজন কত?
উত্তর : ৩৫
৩৭. একটি ড্রামে ৩ মণ ধান ধরে। এরূপ ১৫টি ড্রামে কত মণ ধান ধরবে?
উত্তর : ৪৫
৩৮. ৬টি খাতার দাম ৩২ টাকা। এর দ্বিগুণ সংখ্যক খাতা ক্রয় করতে কত টাকা প্রয়োজন?
উত্তর : ৬৪ টাকা।
৩৯. ১টি কলমের দাম ১৩ টাকা হলে, ৪টি কলমের দাম কী করে নির্ণয় করতে হবে?
উত্তর : গুণ করে।
৪০. ১ জোড়া কবুতরের দাম ১২০ টাকা। ১৪৪০ টাকায় কয়টি কবুতর পাওয়া যাবে?
উত্তর : ২৪টি।
৪১. ১৫ জন লোক ১টি কাজ ১০ দিনে করতে পারে। লোকসংখ্যা দ্বিগুণ হলে, কাজটি করতে কতদিন লাগবে?
উত্তর : ৫ দিন।
৪২. ২ কেজি চালের দাম ৭০ টাকা হলে, ৫ কেজি চালের দাম কীভাবে নির্ণয় করা যায়?
উত্তর : ঐকিক নিয়মে।
৪৩. মিঠুর খামারে ৩০০টি মুরগির ১ মাসের খাদ্য ছিল। হঠাৎ কিছু মুরগি মারা যাওয়ার ওই খাদ্য দেড় মাস চলল। কয়টি মুরগি মারা গিয়েছিল?
উত্তর : ১০০টি।
৪৪. সরল করার সময় সমচিহ্নবিশিষ্ট সংখ্যাগুলোর কী করতে হয়?
উত্তর : যোগ।
৪৫. সরল অঙ্গে একই চিহ্নযুক্ত সংখ্যাকে একত্রিত করার জন্য কী ব্যবহার করা হয়?
উত্তর : প্রথম বন্ধনী।
৪৬. ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে কত হবে?
উত্তর : এক।
৪৭. লক্ষের ঘরের অঙ্কগুলো যোগ করে হাতের সংখ্যা কোন ঘরে লিখতে?
উত্তর : নিযুতের।
৪৮. পাশাপাশি যোগের সময় যোগফলের পূর্বে কোন চিহ্ন ব্যবহার করতে হয়?
উত্তর : সমান চিহ্ন।
৪৯. বিয়োজন ও বিয়োজ্যের মাঝে কোন চিহ্ন ব্যবহার করা হয়?
উত্তর : বিয়োগ চিহ্ন।
৫০. কোনো সরল অঙ্কে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ এর চিহ্ন থাকলে কোনটি কাজ আগে করতে হবে?
উত্তর : ভাগ।
৫১. বিয়োগধক সংখ্যাগুলোকে একত্রে কী করা হয়?
উত্তর : যোগ।
৫২. কোনো বন্ধনী না থাকলে, কোনটির কাজ আগে করতে হয়?
উত্তর : ভাগ।
৫৩. যোগ, বিয়োগ, গুণ ও ভাগের ক্ষেত্রে কোনটির কাজ সর্বশেষে করা হয়?
উত্তর : যোগ ও বিয়োগের।
এমকে