অষ্টম শ্রেণির গণিত : প্রথম অধ্যায় : প্যাটার্ন (তৃতীয় পর্ব)
সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের ‘প্রথম অধ্যায় : প্যাটার্ন’ থেকে আরো ১২টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। গণিতের বহুনির্বাচনি প্রশ্নোত্তরে ভালো করতে পাঠ্যবইয়ের উদাহরণের অঙ্ক ছাড়াও নিজে নিজে সংশ্লিষ্ট অধ্যায় থেকে আরো বহুনির্বাচনি প্রশ্নোত্তর তৈরি করে চর্চা করবে।
নিচের তথ্যের আলোকে ২২ থেকে ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
১, ২, ৩, ৪, ৫, ........, ১৫ হলো একটি সংখ্যার তালিকা ।
২২. তালিকা সংখ্যাগুলোর যোগফলের মান কত?
(ক) ১০০ (খ) ১২০ (গ) ২১০ (ঘ) ২২০
২৩. নিচের কোনটি তালিকার ক্রমিক জোড় সংখ্যাগুলোর যোগফল কত?
(ক) ৩৬ (খ) ৪৬ (গ) ৫৬ (ঘ) ৬৬
২৪. ৫ক + ২ রাশির ক্ষেত্রে
i. প্রথম পদ ৭ ii. পদগুলো সর্বদাই বিজোড় iii. প্রথম ১০০টি পদের যোগফল ৫০২
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৫. ২ ও ৩ সংখ্যা দুইটির বর্গের সমষ্টি কত?
(ক) ১৩ (খ) ১০ (গ) ৯ (ঘ) ৫
২৬. নিচের কোন সংখ্যাটিকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়?
(ক) ৩ (খ) ৫ (গ) ৬ (ঘ) ৮
২৭. কোন স্বাভাবিক সংখ্যাকে একাধিক উপায়ে দুইটি বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা যায়?
(ক) ২৯ (খ) ৩১ (গ) ৫৭ (ঘ) ৬৫
২৮. ১৮৫ সংখ্যাটির মান-
i. ৪২ + ১৩২ এর সমান ii. ৮২ + ১১২ এর সমান iii. ১২২ + ১৬২ এর সমান
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও ii
২৯. ৪০-এর দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ পেয়েছে নিচের কোনটি?
(ক) ১2 + ২2 (খ) ১২ + ৭২ (গ) ২২ + ৬২ (ঘ) ১২ + ৮২
৩০. ১ থেকে ১০০-এর মধ্যে কয়টি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি হিসেবে প্রকাশ করা যায়?
(ক) ৪২ (খ) ৪০ (গ) ৩৬ (ঘ) ৩৪
৩১. নিচের কোনটি দুইটি মৌলিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ পেয়েছে?
(ক) ৪ = ৬২ + ২২ (খ) ২৫ = ৪২ + ৩২ (গ) ২৯ = ২২ + ৫২ (ঘ) ২০ = ৪২ + ২২
৩২. কোন দুটি সংখ্যাকে বর্গ করে যোগ করলে যোগফল ৪১ হবে?
(ক) ২ ও ৩ (খ) ৪ ও ৫ (গ) ৭ ও ৯ (ঘ) ৬ ও ৭
৩৩. ১৩০ কে দু’টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করলে হয়-
i. ১২ + ১২২ ii. ৩২ + ১১২ iii. ৭২ + ৯২
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর : ২২. খ, ২৩. গ, ২৪. খ, ২৫. ক, ২৬. খ, ২৭. ঘ, ২৮. ক, ২৯. গ, ৩০. ঘ, ৩১. গ, ৩২. খ, ৩৩. গ।
এমকে