নবম ও দশম শ্রেণির রসায়ন : তৃতীয় অধ্যায় : পদার্থের গঠন (২য় পর্ব)
সুপ্রিয় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘তৃতীয় অধ্যায় : পদার্থের গঠন’ থেকে আরো ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এ অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরে পূর্ণ নম্বর পেতে বিভিন্ন মৌলিক ও যৌগিক পদার্থের আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা কত, তা বিস্তারিতভাবে ও গুরুত্ব দিয়ে পড়বে।
১৫. 3d, 4s ও 4p, 4d এর মধ্যে কোন অরবিটালটি নিম্ন শক্তি সম্পন্ন?
(ক) 3d (খ) 4s (গ) 4d (ঘ) 4p
১৬. একটি মৌলের একটি পরমাণু ভর 3.16 x 1023g মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত?
(ক) 16 (খ) 17 (গ) 19 (ঘ) 20
১৭. লিথিয়াম ও পটাসিয়ামের পারমাণবিক ভরের গড় কোনটির পারমাণবিকের ভরের সমান?
(ক) সোডিয়াম (খ) ম্যাগনেসিয়াম (গ) অ্যালুমিনিয়াম (ঘ) ক্যালসিয়াম
১৮. একটি ইলকট্রনের-
(i) প্রকৃত ভর 9.11 x 10-28g (ii) প্রকৃত আধান 160 - 10-19g (iii) ভর প্রোটনের তুলনায় 1840 গুণ কম
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৯. 32p ব্যবহৃত হয়-
(i) রক্তের লিউকেমিয়া রোগ চিকিৎসায় (ii) উদ্ভিদের বেড়ে উঠা জানতে (iii) হাড়ের ব্যথার চিকিৎসায়
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২০. Na+ ও F- আয়ন দু’টিতে বিদ্যমান সমান সংখ্যক-
(i) ইলেকট্রন (ii) চার্জ (iii) নিউট্রন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
২১. টেকনিশিয়াম-99
(i) একটি তেজস্ক্রিয়া মৌল (ii) এর অর্ধায়ু ৬ ঘন্টা (iii) বিটা রশ্মি বিকিরণ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
`x’ একটি মৌল যার পারমাণবিক সংখ্যা 24, মৌলটির পরমাণুর ভর 8.64 x 10-23g
২২. `x’ মৌলটির `d’ উপস্তরে কয়টি ইলেকট্রন আছে?
(ক) 2 (খ) 3 (গ) 4 (ঘ) 5
২৩. মৌলটির নিউট্রন সংখ্যা কত?
(ক) 26 (খ) 27 (গ) 28 (ঘ) 29
উত্তর : ১৫. খ, ১৬. গ, ১৭. ক, ১৮. ঘ, ১৯. ক, ২০. ক, ২১. ঘ, ২২. ঘ, ২৩. গ।
এমকে