কোটি কোটি ভারতীয়র ব্যক্তিগত তথ্য টিকটকের হাতে!

Dhaka Post Desk

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৪ মার্চ ২০২৩, ০৪:০৮ পিএম


কোটি কোটি ভারতীয়র ব্যক্তিগত তথ্য টিকটকের হাতে!

ভারতে তিন বছরেরও বেশি সময় ধরে টিকটক নিষিদ্ধ। ফোর্বসের দাবি, এখনো কোটি কোটি ভারতীয় টিকটক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য রয়েছে চীনের হাতে! যদিও এসব দাবি উড়িয়ে দিয়েছে টিকটক।

সেই রিপোর্টে দাবি করা হয়েছে, ফোর্বসের সঙ্গে কথা বলার সময় টিকটকের এক কর্মী তাদের বলেছেন, ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পরও তাদের কোনো ধারণা নেই, এ মুহূর্তে চীনের কাছে তাদের কতজনের ব্যক্তিগত তথ্য রয়ে গেছে। সেই তালিকায় ভারতীয় তারকা থেকে শুরু করে সাধারণ মানুষসহ সবাই রয়েছেন। যদিও এ দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে চীনা এ সংস্থাটি। 

এদিকে ভারতসহ একাধিক দেশের অভিযোগ, টিকটকের মাধ্যমে ব্যবহারকারীদের সমস্ত তথ্য পাচার করছে চীন। সম্প্রতি একই দাবিতে সোচ্চার হতে দেখা গেছে আমেরিকাকেও।

উল্লেখ্য, নিষিদ্ধ হওয়ার সময় ১৫ কোটি ভারতীয় ব্যবহারকারী ছিল টিকটকের।

এফকে

Link copied