রমজানে ‘টফি’র বিশেষ আয়োজন
রমজান উপলক্ষে টফি 'সুরের সাথে নূরের পথে' ও 'রমজানের স্বাদ উইথ আদনান' শীর্ষক দুইটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে।
‘সুরের সাথে নূরের পথে’ বাংলাদেশে কোনো ওটিটি প্ল্যাটফর্মের আয়োজন করা প্রথম হামদ ও নাতের প্রতিযোগিতা। 'রমজানের স্বাদ উইথ আদনান' অনুষ্ঠানটিতে উপস্থাপন করা হচ্ছে ঢাকার বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার।
হামদ ও নাতের প্রতিযোগিতাটিতে হাজার হাজার টফি কনটেন্ট ক্রিয়েটর এক মিনিটের হামদ ও নাতের ভিডিও সাবমিট করে অংশগ্রহণ করেছে। কনটেন্ট ভিউয়ের ভিত্তিতে শীর্ষ ১০ অংশগ্রহণকারীকে বেছে নিয়ে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।
জনপ্রিয় ফুড ব্লগার সৈয়দ আদনান ফারুক হিল্লোল টফির দর্শকদের কাছে ইফতার ও সেহেরির বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার উপস্থাপন করছেন 'রমজানের স্বাদ উইথ আদনান' অনুষ্ঠানের মাধ্যমে।
টফির ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ বলেন, আমরা বিশেষ এই দুইটি অনুষ্ঠান নিয়ে আসতে পেরে খুব আনন্দিত। বর্তমানে টফির সক্রিয় মাসিক ব্যবহারকারীর সংখ্যা ১.২ কোটিরও বেশি।