যুক্তরাষ্ট্রের টেসলার প্রতিদ্বন্দ্বী হচ্ছে চীন
যুক্তরাষ্ট্রের ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকে টেক্কা দিতে প্রিমিয়াম ইলেক্ট্রিক গাড়ির ব্র্যান্ড ‘জিকর’ উন্মুক্ত করেছে চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গিলি।
চীনা প্রতিষ্ঠান গিলি বলছে, জিকর ব্র্যান্ডের মাধ্যমে ইলেক্ট্রিক গাড়িটি তৈরি ও ম্যানুফ্যাকচারিং করা হবে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে গাড়িটি বাজারে আসবে। ইতোমধ্যে জিকর প্রিমিয়াম ইলেক্ট্রিক গাড়ির ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করেছে।
জিকর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ইলেক্ট্রনিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে বলে জানিয়েছে বিবিসি। গত বছর চীনে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মডেল-৩ ব্র্যান্ডের গাড়ি। চীনের অন্যান্য প্রতিষ্ঠান নিও, জিপেং ও লি অটোর সঙ্গেও প্রতিযোগিতা রয়েছে টেসলার।
গত সপ্তাহে জাপান নিশান গাড়ির চীনা অংশীদার ডংফেং মোটর এবং ফ্রান্সের পিএসএ পয়গেওট চিট্রোয়েন বলেছে, চলতি বছরের জুলাই থেকে তাদের নতুন ইলেক্ট্রিক গাড়ির ব্র্যান্ড ভয়াহ চীনের বাজারে আসতে পারে।
এদিকে চীনা কোম্পানি গিলি জার্মানির ভল্কসওয়াগেনের সমকক্ষ হতে চাইছে। ভলভো ও লোটাস ব্র্যান্ডের সঙ্গে মার্সিডিজ-বেঞ্জের অধীনে ডাইমলার পরিচালনা করছে তারা।
টেসলার ওপর নিষেধাজ্ঞা আরোপ
শনিবার বেইজিং কর্তৃপক্ষ সামরিক এলাকায় টেসলা গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে। তারা মনে করছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি তাদের তথ্য পাচার করবে। কিন্তু এলন মাস্ক বলেছেন, চীন ও অন্য কোনো দেশের তথ্য যুক্তরাষ্ট্রের সরকারের কাছে পাচার করে না টেসলা।
বিবিসি/এইচএকে/এএ