হোয়াটসঅ্যাপের নতুন ফিচার : এখন চ্যাট আরও বেশি সুরক্ষিত!

সারাদিন মোবাইল ফোন নিয়েই ব্যস্ত থাকেন সবাই। আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। অফিসের কাজ হোক কিংবা ব্যক্তিগত আলাপ—সবকিছুতেই এখন হোয়াটসঅ্যাপের ওপর অনেকটাই নির্ভরশীল। তাই চ্যাটের গোপনীয়তা রক্ষা করাটাও খুব জরুরি।
এই বিষয়টি মাথায় রেখেই এবার নতুন আরেকটি ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ। নতুন সেই ফিচারটি হলো—‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’। গোপনীয়তা বাড়ানোর জন্য কাজ করে যাবে এই ফিচারটি।
আরও পড়ুন
কীভাবে কাজ করবে এই ফিচার?
প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট করতে হবে। এরপর সেটিংসে গিয়ে ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ অপশনটি খুঁজে পাবেন। এটি অন করলে, কেউ আর আপনার গ্রুপ চ্যাট কিংবা ব্যক্তিগত চ্যাট এক্সপোর্ট করতে পারবে না।
তবে স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না—আগের মতোই স্ক্রিনশট নেওয়া যাবে।
এই ফিচারটি কাজ করতে হলে, দুইজন ব্যবহারকারীকেই হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সন ইনস্টল করা থাকতে হবে। এর মানে, কেউ চাইলে আর আপনার চ্যাট এক্সপোর্ট করে অন্য কাউকে পাঠাতে পারবে না। এতে চ্যাট আরও গোপন ও নিরাপদ থাকবে।
এআইএস