‘আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু ১২ ডিসেম্বর
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০’। রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে আগামী ১২ ডিসেম্বর (শনিবার) থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটি শেষ হবে ১৫ ডিসেম্বর (মঙ্গলবার)।
দেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে ১৬টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ধানমন্ডির বিসিএস ইনোভেশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানান আয়োজক কমিটির আহ্বায়ক বিসিএস পরিচালক মো. রাশেদ আলী ভূঁইয়া।
মো. রাশেদ আলী ভূঁইয়া বলেন, ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে প্রথমবারের মতো ক্রীড়া বিষয়ক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতে যাচ্ছে বিসিএস। তথ্যপ্রযুক্তির ব্যবসায়ীদের মধ্যে মেলবন্ধন দৃঢ় করা এবং বিনোদনের জন্যই এ টুর্নামেন্টের আয়োজন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, টুর্নামেন্টে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ টাকা এবং চ্যাম্পিয়ন ট্রফি, রানার আপ দল পাবে ৫০ হাজার টাকা এবং রানার আপ ট্রফি। প্রতিদিনের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ এক হাজার টাকা এবং ফাইনাল খেলার ম্যান অব দ্যা ম্যাচ পাবে ৫ হাজার টাকা। আর ম্যান অব দ্যা টুর্নামেন্ট পাবে ৫ হাজার টাকা।
টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হচ্ছে- আইটি পল্লী, এবি কম্পিউটার, হক ব্রাদার্স, এক্সেল রয়েলস, এফবিএল কিংস স্টার, সিটি আইটি রোয়ার, সি অ্যান্ড সি বিক্রমপুর, নাঈমা ওয়ারিয়রস্, টিম অরাস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), টেক রিপাবলিক লিমিটেড, থ্রি এস টাইগারস, এমএসআই সুপ্রিম, এমসিএস সুপার কিংস্, ইনপেইস এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
প্রতিটি দলে ৩ জন অতিরিক্ত খেলোয়াড়সহ মোট ১২ জন খেলোয়াড় থাকবেন। খেলায় আইসিসি’র নিয়ম অনুসরণ করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিএস ইভেন্ট ম্যানেজমেন্ট উপকমিটির চেয়ারম্যান ইউসুফ আলী শামীম, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান টিটো, বিসিএস মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলামসহ স্পন্সর প্রতিষ্ঠান এবং ১৬টি দলের প্রতিনিধিরা।
উদ্বোধনী ম্যাচে ১২ ডিসেম্বর সকাল পৌনে ৮টায় হক ব্রাদার্স মুখোমুখী হবে আইটি পল্লীর। অন্যদিকে ১৫ ডিসেম্বর দুপুর ২টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে।
‘অ্যাভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০’ এর টাইটেল স্পন্সর অ্যাভিটা, গোল্ড স্পন্সর এমএসআই ও টিপিলিংক এবং সিলভার স্পন্সর দাহুয়া, ফ্যানটেক, টেন্ডা ও ওয়েভলিংক।
এইচএন/জেডএস