ফেসবুকের বিরুদ্ধে ক্লাবহাউজের নকলের অভিযোগ
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের লাইভ অডিও ফিচারটি অডিও প্ল্যাটফর্ম ক্লাবহাউজকে নকল করে তৈরি হয়েছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বলা হয়েছে, বিভিন্ন মহলের ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় এ অভিযোগ করেছেন। তারা বলেছেন, কিছুদিন আগে পরীক্ষামূলকভাবে ফেসবুক লাইভ অডিও ফিচারটি চালু করলেও প্রকৃতপক্ষে সেটি ক্লাবহাউজকে নকল করে তৈরি হয়েছে।
এ প্রসঙ্গে ক্লাবহাউজ বলেছে, এই ফিচার মূলত বাজারে তারাই প্রথমবার নিয়ে এসেছে। কিন্তু সোশ্যাল মিডিয়া ফেসবুক উদ্দেশ্যপ্রাণোদিত হয়ে এটি নকল করেছে।
ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ বলেছিলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে এটি পরীক্ষামূলকভাবে শুরু হলেও ধীরে ধীরে বিশ্বব্যাপী চালু করা হবে। এর অব্যবহিত পরেই ক্লাবহাউজ দাবি করেছে, তাদের নকল করেই ফেসবুক ‘লাইভ অডিও ফিচার’ তৈরি করেছে।
ক্লাবহাউজ কীভাবে ব্যবহৃত হয়?
১. ক্লাবহাউজ একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ। যেখানে অন্য বন্ধুদেরও ইনভাইট করা যায়।
২. এখানে একজন হোস্ট থাকেন এবং বাকিরা ইনভাইটের জয়েন করেন।
৩. টেক্সট মেসেজিংয়ে যতখানি ব্যয় হয়, মুখে বললে ততখানিই সময় সাশ্রয় হয়।
অডিও প্ল্যাটফর্ম ক্লাবহাউজে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে রেজিস্ট্রার করতে হবে। রেজিস্ট্রারের পর নিজের প্রোফাইল ছবি, অন্যদের ফলো ও ইনভাইট করা সুবিধা রয়েছে। হোমপেজ স্ক্রল করে পছন্দের কোনো ক্লাব বা রুমে জয়েন করতে পারেন। সেখানে রিকুয়েস্ট করলেই আপনি কথা বলার সুযোগ পাবেন।
এইচএকে/আরআর/এএ