২০২০ সালের সেরা ১০ স্মার্টফোন
করোনা মহামারীর বছরে বেড়েছে প্রযুক্তির ব্যবহার। যুক্তরাষ্ট্রের সবগুলো শহরে পৌঁছেছে ফাইভজি। সুযোগ বুঝে অ্যাপল, গুগল, স্যামসাং, ওয়ানপ্লাস ও এলজির মতো প্রতিষ্ঠানগুলো বাজারে নিয়ে এসেছে নতুন নতুন স্মার্টফোন।
প্রযুক্তি ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালের সেরা ১০ স্মার্টফোন-
১. সামস্যাং গ্যালাক্সি এস-টোয়েন্টি
ব্যবহারকারীদের পছন্দের কিছু ফিচার নিয়ে এ তালিকায় শীর্ষে রয়েছে গ্যালাক্সি এস-টোয়েন্টি। এতে রয়েছে ১২০ হার্জের আল্ট্রা স্মুথ রিফ্রেশ রেটসহ ছয় দশমিক দুই ইঞ্চি ডিসপ্লে, তারবিহীন চার্জের ব্যবস্থা এবং অভিনব ত্রিমূখী ক্যামেরা।
২. গুগল পিক্সেল ফোরএ ফাইভজি
যদি কেউ অল্প খরচে ফাইভজি মোবাইল কিনতে চান তাহলে পিক্সেল ফোরএ ফাইভজি কিনতে পারেন। বাজারে এর মূল্য ৬৯৯ ডলার। এতে রয়েছে বেশি সময় চার্জ ধরে রাখার ক্ষমতা, অভিনব ত্রিমূখী ক্যামেরাসহ জনপ্রিয় সব ফিচার।
৩. ওয়ানপ্লাস এইট প্রো
ওয়ানপ্লাস এইট প্রো মোবাইলে ছয় দশমিক ৫৫ ইঞ্চি স্ক্রিন, ৯০ হার্জ ডিসপ্লে, পানি প্রতিরোধ ক্ষমতা এবং সর্বোপরি ফাইভজি প্রযুক্তি রয়েছে। বাজারে আসার সময় থেকে এর মূল্য ৬৯৯ ডলার হিসেবে রয়েছে।
৪. মটোরোলা প্লাস
ফাইভজি প্রযুক্তি ও অত্যাধুনিক ক্যামেরা সম্বলিত স্মার্টফোন মটোরোলা প্লাস। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট, শক্তিশালী ব্যাটারি এবং ক্যামেরা।
৫. আইফোন এসই
ক্যামেরার বৈচিত্র্য রয়েছে অ্যাপল আইফোনে। বাজারে আসার সময় এর মূল্য ছিল ৩৯৯ ডলার। বর্তমানে সবগুলো মডেলের মধ্যে এটির মূল্য কম।
৬. সামস্যাং গ্যালাক্সি নোট টোয়েন্টি
গ্যালাক্সি নোট টোয়েন্টিতে রয়েছে উচ্চমাত্রার প্রসেসর, অভিনব ত্রিমূখী ক্যামেরা এবং তারবিহীন চার্জের ব্যবস্থা।
৭. গুগল পিক্সেল ফোরএ
পিক্সেল ফোরএ মোবাইলে ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। এর মূল্য ৩৯৯ ডলার। এতে ফাইভজি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
৮. সামস্যাং গ্যালাক্সি এ-ফিফটি ওয়ান
চলতি বছর সামস্যাং গ্যালাক্সি এস-টোয়েন্টি ছাড়া গ্যালাক্সি এ-ফিফটি ওয়ান স্মার্টফোন বাজারে এনেছে। এর মূল্য ৩৯৯ ডলার।
৯. রেডমি নোট নাইন প্রো
এতে দ্রুত চার্জ নেয়ার ক্ষমতা এবং ৯০ হার্জ ডিসপ্লে রয়েছে। চলতি বছর বাজারে এটি জনপ্রিয় হয়ে উঠেছে।
১০. আইফোন টুয়েলভ মিনি
আইফোন টুয়েলভ মিনি মোবাইলটি উচ্চগতিসম্পন্ন। এতে রয়েছে ভালো ক্যামেরা এবং অধিক অ্যাপ রাখার সক্ষমতা।
এইচএকে/এএ