ঢাকা রিজেন্সির বসন্ত আয়োজন ‘কালারস অব স্প্রিং’
বসন্তবরণ উদযাপন উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট তার বিভিন্ন আউটলেটে রেখেছে বিভিন্ন আকর্ষণীয় অফার।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ঢাকা রিজেন্সি জানায়, হোটেলটি অতিথিদের জন্য অফার করছে বুফে ডিনার এবং বুফে ব্রেকফাস্টসহ খুবই রিলাক্সিং ডাইন অ্যান্ড স্টে প্যাকেজ, যা শুধুমাত্র ১২ হাজার ৫৫৫ টাকায় এবং কাপলদের জন্য হ্যাপি স্টে প্যাকেজ ৮৭৮৭ টাকায় (রুম এবং সঙ্গে ব্যুফে ব্রেকফাস্ট)।
রিজেন্সি জানায়, বসন্ত ঋতুটি ছুটি কাটানোর জন্য একদম পারফেক্ট। এই সময় সূর্যের তাপ যেন আগুন ঝরায়। এই আগুন ঝরানো বাসন্তী বাতাসে একটু ঠান্ডা হতে ঢাকা রিজেন্সি তার অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছে তার রুফটপ-এ অবস্থিত পুল্ সাইডে; যেখানে থাকছে সিঙ্গেল সুইমারদের জন্য সুইমিং করার আকর্ষণীয় অফার, গরম কফি অথবা ফ্রেশ জুসসহ মাত্র ১৯৯৯ টাকা এবং কাপলদের জন্য ২৯৯৯ টাকা!
রিজেন্সির গ্রান্ডিওস রেস্টুরেন্ট অফার করছে একটি ব্যুফের মূল্যে দুটি ব্যুফে উপভোগ করা সুযোগ শুধুমাত্র ৪৪৪৪ টাকায়। এছাড়া যারা বার-বি-কিউ অথবা সি ফুড ভালোবাসেন তাদের জন্য আছে রুফটপ রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাইলাইন-এ 'বার বি কিউ ফিয়েস্তা'। বার্গার এবং পিজ্জা-তে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার, সঙ্গে বসন্তবরণে স্পা সার্ভিসে দিচ্ছে ২০ শতাংশ ছাড়।
এআর/জেডএস