ঘুরে আসুন ইন্দোনেশিয়া: সেরা ৫ জায়গা
ইন্দোনেশিয়া এশিয়া মহাদেশের অন্যতম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। ভ্রমণপ্রিয় মানুষের জন্য এটি উপযুক্ত জায়গা। ইন্দোনেশিয়ায় অবস্থিত এমন ৫টি দর্শনীয় জায়গা সম্পর্কে এখানে বলা হল-
১. বালি
এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বেশি ভ্রমনপ্রিয় মানুষ যেখানে ভ্রমণ করে থাকে, সেই স্থানটির নাম বালি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দ্বীপটিতে রয়েছে সমুদ্রসৈকত, পাহাড় এবং পুরনো মন্দির। পর্যটকদের কাছে দ্বীপটি প্রিয় স্থান।
২. যোগ্যকর্তা
জাভা দ্বীপের সবচেয়ে কোলাহলপূর্ণ শহরের নাম যোগ্যকর্তা। এখানে দুটো বড় মন্দির রয়েছে। শহরটি শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত। বিশেষ করে জাভা চিত্রকলার জন্য এই অঞ্চল জনপ্রিয়।
৩. লম্বক
বালি দ্বীপের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায় কেন্দ্র হল লম্বক। প্রতি বছর এখানে শয়ে শয়ে লোক আসে। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
৪. তোরাজা ল্যান্ড
তোরাজা ল্যান্ড পাহাড় কেটে বারি তৈরির জন্য বিখ্যাত। শুধু পাহাড় কেটে বাড়ি বানানো দেখতেই বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে ছুটে আসেন।
৫. ফ্লোরস আইল্যান্ড
ফ্লোরস শব্দের অর্থ ফুল। এটি পর্তুগিজ শব্দ। ষোড়শ শতাব্দিতে ইউরোপীয় মিশনারিরা দ্বীপটির নামকরণ করেন। এখানে প্রচুর লোকের সমাগম হয়।
এইচএকে/এইচএন