বাইকের রঙ চটে ফ্যাকাসে হয়ে যাচ্ছে? নিন এসব যত্ন
বাইকারদের কাছে মোটরসাইকেল শুধু একটি যানবাহন নয়, যেন এক ভালোবাসার নাম। অনেকেই নিজের বাইকটিকে যত্ন করে রাখেন, নিয়মিত সার্ভিস করান, সময়মতো তেল পরিবর্তন করেন। কিন্তু বাইকের পেইন্ট বা রঙের যত্নে অনেকেই তেমন গুরুত্ব দেন না। অথচ বাইকের সৌন্দর্য এবং বাজারমূল্য; দুটোই অনেকাংশে নির্ভর করে পেইন্টের উজ্জ্বলতার ওপর।
নিচে দেওয়া হলো কয়েকটি কার্যকর টিপস, যা মেনে চললে বাইকের রঙ অনেকদিন চকচকে থাকবে, নতুনের মতোই দেখাবে।
বিজ্ঞাপন
বডিতে ধুলা-কাদা লাগতে দেবেন না
বাইকের বডিতে ধুলা, কাদা, ধোঁয়া ও ময়লা জমে পেইন্টের স্তর ক্ষতিগ্রস্ত হয়। সপ্তাহে অন্তত একদিন হালকা গরম পানিতে বাইক ধুয়ে নিন। সাবান বা ডিটারজেন্ট নয়, মাইল্ড শ্যাম্পু বা বিশেষ বাইক ওয়াশ লিকুইড ব্যবহার করুন। ধোয়ার পর নরম মাইক্রোফাইবার কাপড় দিয়ে শুকিয়ে ফেলুন।
বিজ্ঞাপন
রোদে বেশি সময় রাখবেন না
অনেকে রাস্তায় কিংবা খোলা মাঠের আশেপাশে প্রখর রোদে বাইক রেখে দেন। এতে অতিবেগুনি রশ্মি পেইন্টের উজ্জ্বলতা নষ্ট করে ফ্যাকাসে করে দেয়। চেষ্টা করুন ছায়াযুক্ত স্থানে বা গ্যারেজে পার্ক করতে। বাইরে রাখতে হলে বাইক কাভার ব্যবহার করুন।
ওয়াক্স বা পলিশ ব্যবহার করুন
মাসে একবার বাইকের বডিতে অটো ওয়াক্স বা পলিশ লাগালে রঙের ওপর একটি প্রোটেকশন স্তর তৈরি হয়, যা ধুলা-ময়লা ও সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। তবে বেশি ঘন ঘন পলিশ দিলে বিপরীত প্রভাব পড়তে পারে, তাই নিয়মিত কিন্তু পরিমিতভাবে ব্যবহার করুন।
ফুয়েল ছিটে পড়া থেকে সাবধান থাকুন
ট্যাংক ফিলআপের সময় অনেক সময় তেল ছিটকে পড়ে বাইকের বডিতে লাগে। পেট্রোল পেইন্টের ক্ষতি করে। তাই ট্যাংক ফিল করার পর দ্রুত শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।
আরও পড়ুন
বৃষ্টির পানি জমতে দেবেন না
বৃষ্টির পানি বাইকের রঙের ওপর দীর্ঘ সময় থাকলে রাসায়নিক বিক্রিয়ার কারণে দাগ বা বিবর্ণতা দেখা দিতে পারে। বৃষ্টিতে ভিজলে যত দ্রুত সম্ভব পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন এবং শুকিয়ে নিন।
স্ক্র্যাচ হলে দ্রুত মেরামত করুন
ছোটখাটো স্ক্র্যাচ বা আঁচড়ও পেইন্টের ওপর প্রভাব ফেলে। সেখান দিয়ে ধুলো বা পানি ঢুকে ধাতব অংশে মরিচা ধরতে পারে। তাই স্ক্র্যাচ হলে দ্রুত টাচআপ পেইন্ট বা পলিশিং করে ফেলুন।
মানসম্মত কভার ও গ্যারেজ ব্যবহার করুন
ধুলো, রোদ ও আর্দ্রতা থেকে বাঁচাতে ভালো মানের ওয়াটারপ্রুফ বাইক কভার ব্যবহার করুন। বাইক রাখার জায়গায় যেন বেশি আর্দ্রতা না থাকে, তা নিশ্চিত করুন।
ঢাকার একাধিক বাইক সার্ভিস সেন্টারের টেকনিশিয়ানদের মতে, নিয়মিত পরিষ্কার ও ওয়াক্সিং করলে বাইকের পেইন্ট গড়ে ৩–৫ বছর পর্যন্ত উজ্জ্বল থাকে, যেখানে অবহেলায় এক-দুই বছরের মধ্যেই রঙ ফিকে হয়ে যায়।
ডিএ